PLC (programmable logic controller).বর্তমান সময়ে একটা জনপ্রিয় নাম হলো পিএলসি ।এটি একটি কন্ট্রোলার।পি এল সি-PLC এর ফুল মিনিং হল প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ।অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন লজিক এর মাধ্যমে এই কন্ট্রোলার দ্বারা বিভিন্ন মেশিন কন্ট্রোল করা হয়।আজ আমরা জানবো পি এল সি এর কাজ কি?পিএলসি কিভাবে কাজ করে এবং পিএলসি কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে আজ বিস্তারিত জানব।
পিএলসি কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়:
বর্তমান যুগ অটোমেশনের যুগ ।অর্থাৎ অটোমেটিক কন্ট্রোল সিস্টেম এর যুগ।বর্তমানে এই আধুনিক যুগে উৎপাদনশীল প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে যে সকল মেশিন আছে সে সকল মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালনা করা হয়।এই স্বয়ংক্রিয়ভাবে মেশিন চালনা করার জন্য প্রধান ভূমিকা হল পিএলসির ।অর্থাৎ যেকোনো অটোমেটিক কন্ট্রোল সিস্টেম এর মেশিন গুলো চালনা করা হয় পিএলসি দিয়ে।পিএলসি ঐসকল মেশিন গুলোতে মস্তিস্ক হিসেবে কাজ করে ।তাহলে বুঝতেই পারছেন একটা পিএলসির গুরুত্ব কতটুকু একটা ইন্ডাস্ট্রিতে ।অটোমেশন জগত পিএলসি ছাড়া কল্পনা করা যায় না ।একটা স্বয়ংক্রিয় মেশিনের মস্তিষ্ক হল পিএলসি আর মেকানিক্যাল ফাংশন হল মেশিনের অন্যান্য কার্যক্রম অঙ্গ।তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই পিএলসি সম্পর্কে জানতে হবে এবং পিএসসি কিভাবে কাজ করে সেটা শিখতে হবে ।এখন আমরা পিএলসির জনপ্রিয় ব্যান্ড গুলোর সাথে পরিচিত হব………..
- Siemens plc.
- Mitsubishi plc.
- Ls plc.
- Delta plc.
- Omron Plc.
- Toshiba plc.
- Fuji plc.