অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
- ডিজিটাল সিগন্যাল বলতে কী বোঝায়?
- সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি?
- রাইস টাইম কাকে বলে?
- Digital electronics বলতে কী বোঝায়?
- ফল টাইম কাকে বলে?
- 1’s এবং 2’s কম্প্লিমেন্ট বলতে কী বোঝো?
- লজিক লেভেল কাকে বলে?
- (11001)2 সংখ্যাটি কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর।
- সংখ্যা পদ্ধতির বেইস বা রেডিক্স কাকে বলে?
- Fan in এবং ,Fan out বলতে কী বোঝায়?
- পূর্ণ নাম লেখ: ALU, DCTL,BCD.
- নয়েজ মার্জিন বলতে কী বোঝায়?
- লজিক গেট কাকে বলে?
- AND অপারেশন কাকে বলে ?
- ইউনিভার্সেল গেট কি?
- ইউনিভার্সেল গেট কি?
এছাড়াও অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ড পরীক্ষায় যেগুলো বেশি এসেছে বইয়ে দেওয়া আছে ওইগুলো পড়তে হবে
সংক্ষিপ্ত প্রশ্ন:
- অ্যানালগ সিস্টেম এর তুলনায় ডিজিটাল সিস্টেম এর সুবিধা গুলো লেখ ?
- এনালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল এর মধ্যে পার্থক্য লেখ ?
- রাইজিং টাইম এবং ফর টাইম এর সংজ্ঞা দাও ?
- এনালগ সংকেত ও ডিজিটাল সংকেত বলতে কী বোঝায় ?
- ডিজিটাল মোডে কাজ করার সুবিধা গুলো কি কি ?
- এনালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স এর মাঝে পার্থক্য কি কি লেখ ?
- (45)10 থেকে (25)10 কে 2’s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ কর ?
- (14.52)8 কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর কর ?
- 2’s compliment পদ্ধতিতে (59)10 থেকে (127)10 বিয়োগ কর ?
- গ্রে কোড কি ? (111011)2 কে গ্রে করে রূপান্তর কর ?
- 3 ইনপুট X-or গেট অঙ্কন করে ট্রুথ টেবিল দেখাও ?
- NAND gate Universal gate চিত্রের সাহায্যে দেখাও ?
- মৌলিক গেট কত এর প্রকার প্রতীক অংকন কর ?
- মৌলিক গেট গুলো অঙ্কন করে সত্যক সারণি দেখাও ?
- ডিজিটাল লজিক ফ্যামিলি শ্রেণীবিভাগ দেখাও ?
- AND গেট এর সমতুল্য ইলেকট্রনিক বর্তনী অঙ্কন করো ?
- লজিক ফ্যামিলি এর শ্রেণীবিন্যাস ছক আকারে দেখাও ?
- TTL লজিক ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো লেখ ?
- 7400 পিন ডায়াগ্রাম অংকন কর ?
- হাফ অ্যাডার এবং ফুলের মাঝে পার্থক্য লেখ ?
- ফুল অ্যাডার এর যুক্তি বর্তনী ও সার্কিট প্রতীক অংকন করে এর বর্ণনা দাও ?
- লজিক বর্তনী ও সত্যক সারণি সহ Full substractor এর সার্কিট আঁকুন ?
- ডি মরগানের ল দুটি ব্যাখ্যা কর ?
- LED ও LCD মাঝে পার্থক্য লেখ ?
- 1:4 ডিমাল্টিপ্লেক্সার এর চিত্র অঙ্কন করে বর্ণনা কর ?
- D Flip flop এর মূলনীতি সংক্ষেপে বর্ণনা কর?
- মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার এর মধ্যে পার্থক্য লেখ ?
- সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট এর বৈশিষ্ট্যগুলো লেখ ?
রচনামূলক প্রশ্ন:
- হামিং কোডের সাহায্যে ভুল নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর ?
- প্যারিটি বিট এর সাহায্যে কিভাবে সংকেতের ভুল নির্ণয় করা যায়চিত্রসহ বর্ণনা করো?
- NAND ও NOR gate দিয়ে মৌলিক গেট গুলো তৈরি কর ?
- CMOS NOR gate এর বর্তনী অঙ্কন পূর্বক কার্যপ্রণালী বর্ণনা কর ?
- ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে AND,OR,NOT গেটের অপারেশন চিত্রসহ বর্ণনা কর?
- তিনটি মৌলিক লজিক গেটের প্রতীক, Truth টেবিল এবং ইলেকট্রিক্যাল সার্কিট চিত্রসহ বর্ণনা কর ?
- ডিজিটাল আইসি এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর ?
- Standerd TTL NAND gate এর অপারেশন বর্ণনা কর ?
- CMOS NAND gate এর বর্তনী অঙ্কন পূর্বক কার্যপ্রণালী বর্ণনা কর ?
- TTL NAND gate এর ইলেকট্রিক সার্কিট এর কার্যপ্রণালী বর্ণনা কর ?
- কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করে লজিক সার্কিট অংকন করার বিভিন্ন ম্যাথ ?
- 4 bit প্যারালাল অ্যাডার চিত্রের সাহায্যে বর্ণনা কর ?
- চিত্রের সাহায্যে ফুল অ্যাডার এবং Full substractor এর কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা কর ?
- 3 to 8 decoder এর লজিক ডায়াগ্রাম অংকন করে কার্যনীতি বর্ণনা কর ?
- BCD to 7 segment ডিকোডার চিত্রসহ বর্ণনা কর ?
- 4:1 multiplexer এর কার্যপ্রণালী বর্ণনা কর ?
- 8:1 multiplexer এর কার্যপ্রণালী বর্ণনা কর ?
- 1:4 De multiplexer এর কার্যপ্রণালী বর্ণনা কর ?
- 1:8 De multiplexer এর কার্যপ্রণালী বর্ণনা কর ?
- মাস্টার স্লেভ J-K ফ্লিপ ফ্লপ চিত্রসহ বর্ণনা কর ?
- J-k ফ্লিপ ফ্লপ চিত্রসহ বর্ণনা কর ?
- ব্লক ডায়াগ্রাম সহ সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট চিত্রসহ বর্ণনা কর ?
good