Basic Electronics Final Question

Share Now

   অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

  1.   ডোপিং কী?
  2.   বায়াসিং বলতে কি বুঝায়।
  3.   রিপল ফ্যাক্টর বলতে কি বুঝায়?
  4.   ডিফিউশান কারেন্ট কি?
  5.  কো ভালেন্ড বন্ড কি?
  6.  ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে?
  7. পাল সেটিং ডিসি কাকে বলে?
  8.  PIV ও LED পূর্ণরূপ লেখ।
  9.  রেকটিফিকেশন কি?
  10.  ড্রিফট কারেন্ট কাকে বলে?
  11.  কালার কোড কি?
  12.  পটেনশিয়াল বেরিয়ার কাকে বলে?
  13.   Co – Valent bond কি?
  14.  ডোপিং কেন করা হয়?
  15.  আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য লিখ।
  16.  সোল্ডারিং বলতে কি বুঝ?
  17.  রেজিস্টার ট্রলারেন্স বলতে কি বুঝ?
  18.  দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লেখ।
  19.   কালার কোড কি?
  20.   Dopping  কি?
  21. হোল এবং ইলেকট্রন কি?
  22. পালসেটিং ডিসি কি?
  23.  রেকটিফায়ার কি?
  24.  ফরোয়ার্ড বায়াস কাকে বলে?
  25.   ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে?
  26.   জিনার ব্রেক ডাউন কি?
  27.  স্কট কি ডায়োড এর সংজ্ঞা দাও?

এছাড়াও অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ড পরীক্ষায় যেগুলো বেশি এসেছে বইয়ে দেওয়া আছে ওইগুলো পড়তে হবে

রচনামূলক প্রশ্ন:

১. একটি p Type এবং একটি N type Semiconductor এর গঠন চিত্র সহ বর্ণনা কর?

২. কন্ডাক্টর, Semiconductor   ও ইনসুলেটরের এনার্জি ডায়াগ্রাম অঙ্কন করে এদের মধ্যে পার্থক্য গুলো দেখাও?

৩. পিএন জাংশন ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখে অঙ্কন করে বর্ণনা কর?

৪. পিএন জংশনে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় চিত্রসহ বুঝিয়ে লেখ?

৫. জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে চিত্রসহ আলোচনা কর?

৬. চিত্রসহ ফটো ডায়োড এর গঠন ও কার্যপ্রণালী লেখ?

৭. চিত্রসহ একটা ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লিখ?

৮. চিত্রসহ একটি ফুল ওয়েব সেন্টার টেপ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লেখ?

৯. একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অংকন করে ব্যাখ্যা কর?

১০. চিত্রসহ পি এন পি ট্রানজিস্টার এর কার্যপ্রণালী ও কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা কর?

১১. চিত্রসহ এন পি এন ট্রানজিস্টরের কার্যপ্রণালী ও কারেন্ট প্রভাহ কৌশল বর্ণনা কর?

১২. ট্রানজিস্টরের কমন বেস ,কমন ইমিটার, এবং কমন কালেক্টর কনফিগারেশন একে এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও?

১৩. আদর্শ বায়াসিং পদ্ধতি গুলো কি কি? চিত্রসহ ভোল্টেজ বিভাজনের বায়াস পদ্ধতির বর্ণনা দাও?

১৪. চিত্রসহ একটি পি এন পি এবং এন পি এন কমোন ইমিটার ট্রানজিস্টরের এমপ্লিফায়ার এর কার্যের মূলনীতি বর্ণনা কর?

১৫. চিত্রসহ CE এমপ্লিফায়ার বর্তনীর DC ও AC সমতুল্য বর্তনী বর্ণনা কর?

১৬.CE এমপ্লিফায়ার এর মূলনীতি চিত্রসহ ব্যাখ্যা কর?

১৭. চিত্রসহ হাফ ওয়েভ রেকটিফায়ার এর কার্যপ্রণালী বর্ণনা কর?

১৮।আলফা ,বিটা ,গামার মধ্যে সম্পর্ক লেখ?

 

সংক্ষিপ্ত প্রশ্ন:

1.আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য গুলো লিখ?

২. একটি রেজিস্টরের গায়ের সবুজ ,নীল , কালো ও সোনালী রঙের চারটি ব্যান্ড আছে রেজিস্টারের মান নির্ণয় কর?

৩. আদর্শ বা ভালো সোল্ডারিং এর ধাপ সমূহ উল্লেখ কর?

৪. ইলেক্ট্রোলাইটিক ও ননইলেকট্রোলাইটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য লিখ?

৫. মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বুঝায়?

৬. সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য গুলো লেখ?

৭. পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার পদ্ধতি বর্ণনা কর?

৮. একটি সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর?

৯. রেকটিফায়ারের প্রয়োজনীয়তা কি?

১০. ফিল্টার সার্কিট এর কাজ কি? বা প্রয়োজনীয়তা কি?

১১.VDR,LCD,GTO, IGBT এর পূর্ণ নাম লিখ?

১২. হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহারের সুবিধা কি?

১৩. কাট অফ পয়েন্ট কি?

১৪. PNP এবং NPN ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য লিখ?

১৫।আলফা এবং বেটার মধ্যে সম্পর্ক লিখ?

১৬. পিএনপি এবং এন পি এন ট্রানজিস্টর বলতে কি বুঝায় এবং তাদের প্রতিক আকো?

১৭. লোড লাইন কি?

১৮. অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট কাকে বলে বা কুইসেন্ট পয়েন্ট কাকে বলে?

১৯. ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার সংযোগ পদ্ধতি দেখাও?

২০. ট্রানজিস্টরের সঠিক বায়াসিং এর শর্তগুলো লিখ?

২১.CE ট্রানজিস্টর এমপ্লিফায়ার এর ডিসি লোড লাইন চিত্রসহ ব্যাখ্যা কর?

২২. ডিসি লোড লাইন কি?

২৩.CE এমপ্লিফায়ার এর ডিসি সমতুল্য সার্কিট অঙ্কন কর?

২৪. ট্রানজিস্টর এমপ্লিফায়ার কাকে বলে? সংযোগ অনুসারে এমপ্লিফায়ার কত প্রকার ও কি কি?

২৫. ব্যান্ডউইথ কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা কর?

 

50% LikesVS
50% Dislikes

Leave a Comment