Digital Electronics subject suggestion (26845) ডিজিটাল ইলেকট্রনিক্স সাজেশন

1st class test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

1. Digital electronics বলতে কী বোঝায়?
2. ফল টাইম কাকে বলে?
3. 1’s এবং 2’s কম্প্লিমেন্ট বলতে কী বোঝো?
4.DAC এর ব্যবহার লিখ?
5. লিনিয়ারিটি বলতে কি বুঝায়?
6. লজিক এরে কি?
7. ডিজিটাল সিগন্যাল বলতে কী বোঝায়?
8. সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি?
9. রাইস টাইম কাকে বলে?

সংক্ষিপ্ত
1. (1000110)2 এর 1’s compliment করে ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর।
2. অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল এর মধ্যে পার্থক্য লেখ
3.(1110112)2 হতে (101010)2 two’s compliment পদ্ধতিতে বিয়োগ কর।
4. (14)2 বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
5. এনালগ সিস্টেম এর তুলনায় ডিজিটাল সিস্টেমের সুবিধা গুলো কি কি?
6. (101011) এর 2’s compliment সংখ্যা কত?

রচনামূলক

1. হামিং কোড এর সাহায্যে বাইনারি কোডের ভুল নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর?
2. NAND এবং NOR gate কে সর্বজনীন গেট বলা হয় কেন চিত্রসহ বুঝিয়ে দাও?
3. CMOS NAND গেইটের বর্তনী সহ কার্যপ্রণালী বর্ণনা কর?

4.মৌলিক গেটের ইলেকট্রিক্যাল সার্কিট অঙ্কন করে বর্ণনা করো?

5. AND, OR, NOT, NAND, NOR প্রতীক ও Truth টেবিল অঙ্কন করে বর্ণনা করো?

2nd class test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

1. ফ্যান আউট বলতে কি বুঝায়?
2. Curnu ম্যাপ এর ব্যবহার লেখ?
3. ডি মরগানের সূত্র দুইটি লেখ?
4. AND গেটের ইলেকট্রনিক্স সার্কিট অঙ্কন কর?
5. Totempole কি?
6.ডিজিটাল আইসি কি ?
7. Curnu Map বলতে কি বুঝায়?
8. লজিক লেভেল বলতে কি বুঝায়?
9. ট্রুথ টেবিল কি?

সংক্ষিপ্ত

1.CMOS NAND gate এর গঠন চিত্র অঙ্কন কর?
2.বিভিন্ন প্রকার লজিক IC এর প্রয়োগ ক্ষেত্র লেখ?
3.লজিক পরিবারের শ্রেণীবিন্যাস কর?
4. TTL Logic ফ্যামিলির বৈশিষ্ট্য কি কি?
5.ডি মরগানের সূত্র দুটি প্রমাণ কর?
6.একটি তিন ইনপুট বিশিষ্ট X-or gate অঙ্কন করে ট্রুথ টেবিল দেখাও?

রচনামূলক

1. Full Adder এর গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর?
2. বর্তনী এর সাহায্যে সেভেন Segment ডিসপ্লের সাত অঙ্গ প্রদর্শনের কার্যপ্রণালী বিবৃত কর?
3. ABCD+AB+ABCD+ABC কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করে লজিক সার্কিট অঙ্কন করো?
4. 4:1 মাল্টিপ্লেক্সার এর কার্যপ্রণালী বর্ণনা কর?

Leave a Comment