Diploma Book

Basic Electronics subject suggestion (26811) বেসিক ইলেকট্রনিক্স সাজেশন

1st class test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

  1. Co – Valent bond কি?
  2. সোল্ডারিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি কি কি উল্লেখ কর?
  3. জার্মেনিয়াম এর পারমাণবিক গঠন অংকন করে দেখাও?
  4. সোল্ডারিং বলতে কি বুঝ?
  5. রেজিস্টার ট্রলারেন্স বলতে কি বুঝ?
  6. দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লেখ।
  7. কালার কোড কি?
  8. Dopping কি?
  9. হোল এবং ইলেকট্রন কি?

 সংক্ষিপ্ত

1. মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বুঝ?
2.N- Type সেমিকন্ডাক্টর কাকে বলে। চিত্রসহ বর্ণনা কর।
3 আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য সমূহ লিখ।
4 সেমিকন্ডাক্টর এর বৈশিষ্ট্য সমূহ লেখ।
5. ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো?
6. তিনটি ত্রিযোজি মৌল এবং তিনটি পঞ্চযোজী মৌল এর নাম লিখ

রচনামূলক
1. কন্ডাক্টার ,সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।
2. একটি রেজিস্টারের গায়ে প্রথম তিনটি ব্যান্ড লাল, সবুজ এবং হলুদ কালার দেওয়া আছে এবং চতুর্থ ব্যান্ড সোনালী রেজিস্টারটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত?
3. p – টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? চিত্র সহ p-type সেমি কন্ডাক্টরের গঠন ও কার্যপ্রণালী লেখ।

4. ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে বর্ণনা করো?

5. P-N জাংশন ডায়োড এর কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো?

 

2nd class Test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

1. পালসেটিং ডিসি কি?
2. রেকটিফায়ার কি?
3. ফরোয়ার্ড বায়াস কাকে বলে?
4. ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে?
5. সোলার সেল এর কাজ কি?
6. স্কটকি ডায়োড এর সংজ্ঞা দাও?
7. LED ও LCD এর পূর্ণ নাম লিখ?
8. জিনার ব্রেক ডাউন কি?
9. ফটো ডায়োড কাকে বলে?

 সংক্ষিপ্ত:

1. রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা লেখ?
2. ফটো ডায়োড এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
3. জিনার ডায়োড এর বৈশিষ্ট্য গুলো লিখ?
4.LED এর চারটি বৈশিষ্ট্য লেখ?
5. পিএন জাংশন কত প্রকার ও কি কি?
6. সাধারণ ডায়োড ও জেনার ডায়োড এর মধ্যে চারটি পার্থক্য লিখ?

রচনামূলক:

1. জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে চিত্রসহ আলোচনা কর?
2.চিত্রসহ একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লিখ?
3. একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এর বিভিন্ন ইউনিটের ব্লক ডায়াগ্রাম অংকন করে ব্যাখ্যা কর?
4.চিত্রসহ একটি ফুল ওয়েব সেন্টার টেপ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লেখ?

MID Examination

অতি সংক্ষিপ্ত প্রশ্ন
1. ডোপিং কী?
2.বায়াসিং বলতে কি বুঝায়।
3. রিপল ফ্যাক্টর বলতে কি বুঝায়?
4 ডিফিউশান কারেন্ট কি?
5. জিনার ব্রেক ডাউন কি?
6.ডোপিং কেন করা হয়?
7.আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য লিখ।
8.সোল্ডারিং বলতে কি বুঝ?
9.কো ভালেন্ড বন্ড কি?
10.ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে?
11.পাল সেটিং ডিসি কাকে বলে?
12.PIV ও LED পূর্ণরূপ লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন
1.আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য গুলো লিখ?
2. একটি রেজিস্টরের গায়ের সবুজ ,নীল , কালো ও সোনালী রঙের চারটি ব্যান্ড আছে রেজিস্টারের মান নির্ণয় কর?
3. পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার পদ্ধতি বর্ণনা কর?
4. ইলেক্ট্রোলাইটিক ও ননইলেকট্রোলাইটি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য লিখ?
5. রেকটিফায়ারের প্রয়োজনীয়তা কি?
6. ফিল্টার সার্কিট এর কাজ কি? বা প্রয়োজনীয়তা কি?
7. VDR,LCD,GTO, IGBT এর পূর্ণ নাম লিখ?
8. হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহারের সুবিধা কি?
9.মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বুঝায়?
10.সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য গুলো লেখ?
11. আদর্শ বা ভালো সোল্ডারিং এর ধাপ সমূহ উল্লেখ কর?
12.একটি সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর?

রচনামূলক প্রশ্ন
1. P–টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? চিত্র সহ p-type সেমি কন্ডাক্টরের গঠন ও কার্যপ্রণালী লেখ।
2. ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে বর্ণনা করো?
3. জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে চিত্রসহ আলোচনা কর?
4.চিত্রসহ একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লিখ?
5. একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এর বিভিন্ন ইউনিটের ব্লক ডায়াগ্রাম অংকন করে ব্যাখ্যা কর?
6.P-N জাংশন ডায়োড এর কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো?

3rd class test

অতিসংক্ষিপ্ত(1×3=3)
1. এমপ্লিফিকেশন ফ্যাক্টর কি?
2. ট্রানজিস্টরের কয়েকটি ব্যবহার উল্লেখ কর?
3. ফরোয়ার্ড বায়াস কাকে বলে?
4. ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে?
5. ট্রানজিস্টর কে কিভাবে বায়াসিং করা হয়?
6. স্কটকি ডায়োড এর সংজ্ঞা দাও?
7. বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে?
8. সোলার সেল এর কাজ কি?
9. এমপ্লিফায়ার কাকে বলে?

সংক্ষিপ্ত(1.5×2=3)
1. VDR, LCD,GTO, IGBT এর পূর্ণ নাম লিখ?
2. PNP এবং NPN ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য লিখ?
3. পিএনপি এবং এন পি এন ট্রানজিস্টর বলতে কি বুঝায় এবং তাদের প্রতিক আকো?
4. ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার সংযোগ পদ্ধতি দেখাও?
5. ট্রানজিস্টরের সঠিক বায়াসিং এর শর্তগুলো লিখ?
6. আলফা এবং বেটার মধ্যে সম্পর্ক লিখ?

রচনামূলক(4×1=4)
1. চিত্রসহ এন পি এন ট্রানজিস্টরের কার্যপ্রণালী ও কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা কর?
2. ট্রানজিস্টরের কমন বেস ,কমন ইমিটার, এবং কমন কালেক্টর কনফিগারেশন একে এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও?
3.আদর্শ বায়াসিং পদ্ধতি গুলো কি কি? চিত্রসহ ভোল্টেজ বিভাজনের বায়াস পদ্ধতির বর্ণনা দাও?

4.চিত্রসহ একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লিখ?

4th class test:

অতিসংক্ষিপ্ত(1×3=3)

1.এমপ্লিফায়ার কেন প্রয়োজন?
২.মেজরিটি চার্জ ক্যারিয়ার কি?
৩.এনার্জি ব্যান্ড কি এনার্জি ব্যান্ড কত প্রকার ও কি কি?
৪.পোটেনশিয়াল বেরিয়ার কাকে বলে?
৫.পালসেটিং ডিসি বলতে কি বুঝায়?
৬.ট্রানজিস্টর বলতে কি বুঝায় ইহা কত প্রকার ও কি কি?
৭.লোড লাইন কি?
৮.অপারেটিং পয়েন্ট এর সংজ্ঞা দাও?
৯.সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার কি?  10.Co – Valent bond কি?
11.সোল্ডারিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি কি কি উল্লেখ কর?
12.জার্মেনিয়াম এর পারমাণবিক গঠন অংকন করে দেখাও?
13.সোল্ডারিং বলতে কি বুঝ?
14.রেজিস্টার ট্রলারেন্স বলতে কি বুঝ?
15.দুইটি সেমিকন্ডাক্টর পদার্থের নাম লেখ।
16.কালার কোড কি?
17.Dopping কি?
18.হোল এবং ইলেকট্রন কি?

19. পালসেটিং ডিসি কি?
20. রেকটিফায়ার কি?

সংক্ষিপ্ত
১.সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য লেখ?
২.জার্মেনিয়াম এবং সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন চিত্র অঙ্কন কর?
৩.হোল এবং ইলেকট্রনের সংজ্ঞা লেখ?
৪.মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতে কি বুঝায়?
৫.জেনার ডায়োড এর চারটি বৈশিষ্ট্য লিখ?
৬.ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সুবিধা কি কি?

1. মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার বলতে কি বুঝ?
2.N- Type সেমিকন্ডাক্টর কাকে বলে। চিত্রসহ বর্ণনা কর।
3 আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য সমূহ লিখ।
4 সেমিকন্ডাক্টর এর বৈশিষ্ট্য সমূহ লেখ।
5. ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো?
6. তিনটি ত্রিযোজি মৌল এবং তিনটি পঞ্চযোজী মৌল এর নাম লিখ
1. রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা লেখ?
2. ফটো ডায়োড এর চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর?
3. জিনার ডায়োড এর বৈশিষ্ট্য গুলো লিখ?
4.LED এর চারটি বৈশিষ্ট্য লেখ?
5. পিএন জাংশন কত প্রকার ও কি কি?
6. সাধারণ ডায়োড ও জেনার ডায়োড এর মধ্যে চারটি পার্থক্য লিখ?

 

রচনামূলক
১. একটি রেজিস্টরের গায়ে সবুজ, সাদা, নীল এবং রুপালি রং করা থাকলে রেজিস্টারটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় কর?
2.চিত্রসহ একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লিখ?
3একটি সিঙ্গেল স্টেজ কমন ইমিটার ট্রানজিস্টর এমপ্লিফায়ার এর চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো?

4. ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে বর্ণনা করো?
5. P-N জাংশন ডায়োড এর কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো?

Model sajation:

1. চিত্রসহ NPN ট্রানজিস্টরের কার্যপ্রণালী ও কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা কর?
2. একটি p Type এবং একটি N type Semiconductor এর গঠন চিত্র সহ বর্ণনা কর?
3. কন্ডাক্টর, Semiconductor ও ইনসুলেটরের এনার্জি ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর?
4. চিত্রসহ একটি ফুল ওয়েব সেন্টার টেপ রেকটিফায়ার এর গঠন ও কার্যপ্রণালী লেখ?
5. একটি রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটের ব্লক ডায়াগ্রাম অংকন করে ব্যাখ্যা কর?
6. ট্রানজিস্টরের কমন বেস ,কমন ইমিটার, এবং কমন কালেক্টর কনফিগারেশন একে এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও?
7. পিএন জাংশন ডায়োডের V-I বৈশিষ্ট্য রেখে অঙ্কন করে বর্ণনা কর?
8. P-N জাংশন ডায়োড এ কিভাবে কারেন্ট প্রবাহিত হয় চিত্রসহ বুঝিয়ে লেখ?
9. জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে চিত্রসহ আলোচনা কর?
10. চিত্রসহ PNP ট্রানজিস্টার এর কার্যপ্রণালী ও কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা কর?
11.আদর্শ বায়াসিং পদ্ধতি গুলো কি কি? চিত্রসহ ভোল্টেজ বিভাজনের বায়াস পদ্ধতির বর্ণনা দাও?
12. চিত্রসহ একটি পি এন পি এবং এন পি এন কমোন ইমিটার ট্রানজিস্টরের এমপ্লিফায়ার এর কার্যের মূলনীতি বর্ণনা কর?
13.আলফা ,বিটা ,গামার মধ্যে সম্পর্ক লেখ?
14. একটি রেজিস্টরের গায়ে সবুজ, সাদা, কমলা এবং সোনালী রং করা থাকলে রেজিস্টারটির মান কত এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় কর?
15. ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে বর্ণনা করো ?
16.চিত্রসহ হাফ ওয়েভ রেকটিফায়ার এর কার্যপ্রণালী বর্ণনা কর?

Friendtechbd Desk

Recent Posts

মোটর নষ্ট হয়েছে কিনা কিভাবে বোঝা যাবে

মোটর (Motor) একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। মোটর বিভিন্ন প্রকার…

3 weeks ago

এলইডি কি? এলইডি কত প্রকার?এলইডির কাজ কি?

এলইডি (LED) বা লাইট এমিটিং ডায়োড একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আলো…

3 weeks ago

রিলে কি?রিলে কত প্রকার ? রিলের কাজ কি ? রিলে কোথায় কোথায় ব্যবহার করা হয়?

রিলে একটি ইলেকট্রনিক বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যা একটি ছোট ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে একটি বৃহত্তর লোড…

4 weeks ago

ট্রান্সফর্মার কি ?ট্রান্সফর্মার কত প্রকার?ট্রান্সফরমারের কাজ কি ?

ট্রান্সফর্মার একটি ইলেকট্রনিক ডিভাইস যা বৈদ্যুতিক শক্তির ভোল্টেজ স্তর পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এটি মূলত…

4 weeks ago

আইসি কি?আইসি কত প্রকার ?আইসির কাজ কি?

আইসি (IC) বা ইন্টিগ্রেটেড সার্কিট হলো একটি ক্ষুদ্র ইলেকট্রনিক সার্কিট যা একক সেমিকন্ডাক্টর চিপে একাধিক…

4 weeks ago

ট্রানজিস্টর কি ? ট্রানজিস্টর কত প্রকার? ট্রানজিস্টর এর কাজ কি ?

ট্রানজিস্টর একটি ইলেকট্রনিক ডিভাইস, যা একটি ছোট সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি। এটি সাধারণত সিগন্যাল এম্প্লিফাই…

4 weeks ago