Diploma Book

Digital Electronics-2 subject suggestion (26841) ডিজিটাল ইলেকট্রনিক্স সাজেশন

1st class Test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

1. টাইমার কি ?
2. P ROM কি ?
3. সিনক্রোনাস কাউন্টারে সুবিধা লিখ ।
4. রাইট শিফট রেজিস্টার কাকে বলে ?
5. SISO, PISO রেজিস্টার এর চিত্র অঙ্কন কর ।
6. ফ্লাশ মেমোরি কি ?
7. ইউনিভার্সাল শিফট রেজিস্টার কাকে বলে ?
8. বাইনারি কাউন্টার কি ?
9. সিনক্রোনাস কাউন্টার কি ?

 সংক্ষিপ্ত
1. পূর্ণরূপ লিখ- EPROM, SIPO, GAL, CPLD
2. J-K ফ্লিপ ফ্লপ এর চিত্রসহ বর্ণনা কর ।
3. ALU বলতে কী বোঝায় ।
4. কাউন্টারের প্রয়োগ ক্ষেত্র গুলো উল্লেখ কর ।
5. সিনক্রোনাস ও এসিনক্রোনাস কাউন্টার এর মাঝে পার্থক্য লিখ ।
6. SISO রেজিস্টার এর চিত্র অঙ্কন করো?

রচনামূলক
1. রিং কাউন্টার এর ব্লক ডায়াগ্রাম সহ ট্রুথ টেবিল দেখাও।
2. মেমোরি Read/Write অপারেশন চিত্রসহ বর্ণনা কর?
3. চিত্রসহ MOD-10 কাউন্টারের কার্যনীতি বর্ণনা করো?

4. SISO রেজিস্টার এর কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো?

5.ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রাম অংকন করে কার্যপ্রণালী বর্ণনা করো?

2nd class test:

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

1. মেমোরি বলতে কি বুঝায়?
2.ভোলাটাইল মেমোরি বলতে কি বুঝাই?
3.ডায়নামিক RAM কি?
4. Flash Memory কি?
5. D/A কনভার্টারের রেজুলেশন কি?
6. PLD এর পূর্ণ অর্থ কি?
7.প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কী বোঝায়?
8.লজিক এরে কি?
9. PLD এর সংজ্ঞা দাও?

সংক্ষিপ্ত
1.ডুয়েল স্লপ A/D কনভার্টার এর চিত্র অঙ্কন কর ?
2.8085 মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও?
3.একটি RAM এর পরিচ্ছন্ন লজিক চিত্র অঙ্কন কর?
4.DAC ও ADC এর মাঝে পার্থক্যগুলো লেখ?
5. FPGA এর মৌলিক বৈশিষ্ট্য গুলো লেখ?
6. PLA এবং PAL এর মধ্যে পার্থক্য কি?
রচনামূলক
1. Successive approximation A/D কনভার্টার এর গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর?
2. ওজন ভিত্তিক D/A কনভার্টারের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা কর?
3.8085 মাইক্রোপ্রসেসর এর pin diagram অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা
কর?
4.8085 মাইক্রোপ্রসেসর এর Architecture অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা
কর?

3rd class Test:

অতিসংক্ষিপ্ত(1×3=3)
1. SAP অর্থ কি?
2. প্রোগ্রাম কাউন্টারের কাজ কি?
3. ফেস সাইকেল এবং এক্সিকিউশন সাইকেল বলতে কি বুঝায়
4. বাফার রেজিস্টার কি
5. মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বুঝায়?
6. মাইক্রোপ্রসেসর কি?
7.FLAG রেজিস্টার এর কাজ কি?
7.8085 মাইক্রোপ্রসেসরের এড্রেসিং মোড গুলোর নাম লেখ ?
9.8085 মাইক্রোপ্রসেসরে কি কি ফ্ল্যাগ ব্যবহার করা হয়?

সংক্ষিপ্ত(1.5×2=3)
1. 8085 মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও?
2.8085 মাইক্রোপ্রসেসরে কি কি রেজিস্টার ব্যবহার করা হয়?
3. 8 বিট ও 16 বিট মাইক্রো প্রসেসর এর মধ্যে তুলনা করো?
4. PLA এবং PAL এর মধ্যে পার্থক্য কি?
5. মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার এর মধ্যে পার্থক্য লিখ?
6.SAP-1 এর ইন্সট্রাকশন সেটগুলোর বর্ণনা করো?

রচনামূলক(4×1=4)
1. 8085 মাইক্রোপ্রসেসরের এড্রেসিং মোড গুলোর বর্ণনা দাও?
2. 8085 মাইক্রোপ্রসেসর এর আর্কিটেকচার অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা কর?
3. SAP-1 এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন ব্লকের কাজ বর্ণনা করো?

4.8085 মাইক্রোপ্রসেসর এর pin diagram অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা কর?

 

 

***Successive approximation A/D কনভার্টার এর গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা কর?

digital electronics 2

 

উপরের চিত্রে একটা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টারের চিত্র অঙ্কন করা হয়েছে।এটি একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার । এখানে ব্যবহার করা হয়েছে একটি Comparator এর কাজ হলো দুইটা ভোল্টেজের মধ্যে তুলনা করে একটা ডিজিটাল আউটপুট প্রদান করা ।কন্ট্রোল লজিকের কাজ হলো পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা । DAC হলো ডিজিটাল টু এনালগ কনভার্টার .।অর্থাৎ এর মাধ্যমে ডিজিটাল ডাটাকে এনালগে রূপান্তর করা এবং একটি ভোল্টেজ বা ভ্যালু প্রদান করা । মনে করি কম্পারেটর এর ইনপুট এ যে VA রয়েছে তার ভ্যালু 11.5 ভোল্ট ধরা হলো । এখানে বাফার রেজিস্টার এর কাজ হলো ডিজিটাল ইনপুট নেয়া এবং SAR Registar আর হলো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার ।

প্রথমে START সিগনালে একটা পালস প্রয়োগ করা হয় । START=0 হলে, সাথে সাথে SAR বা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার এর আউটপুট শূন্য হয় .START=1 হলে,এনালগ সিগন্যাল কে ডিজিটাল সিগনালে রূপান্তর করা শুরু হয় ।SAR এর আউটপুট শূন্য হলে DAC এর মানও শূন্য হবে ।এখানে একটা বিষয় জানতে হবে DAC এর মান যদি VA এর মানের থেকে কম হয় তাহলে কম্পারেটর এর আউটপুট 1 বা logic=1 হবে,  আর যদি DAC এর মান VA এর থেকে কম হয় হয় তাহলে কম্পারেটর এর আউটপুট ঋণাত্মক বা শূন্য হবে বা logic=0 হবে।

এখন ইনপুট এ যদি 1000 প্রদান করা হয় ,তাহলে D/A কনভার্টারের আউটপুট এ 8 ভোল্ট হবে ।তখন VA এর মান বড় হবে,তাহলে কম্পারেটর এর আউটপুট 1 বা logic=1 হবে। এজন্য ডাটা SAR এর রেজিস্টারের MSB তে সেভ হয়ে থাকবে । আবার ইনপুট এ যদি 1100 প্রদান করা হয় ,তাহলে D/A কনভার্টারের আউটপুট এ 12v  হবে । তখন DAC এর মান বড় হবে,তাহলে কম্পারেটর এর আউটপুট 0 বা logic=0 হবে। এজন্য ডাটা SAR এর রেজিস্টারের LSB তে সেভ হয়ে থাকবে,এবং এর সাথে সাথে SAR রেজিস্টার টি রিসেট হয়ে যাবে ।এভাবেই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টার সার্কিট কাজ করে।

4rd class Test:

অতিসংক্ষিপ্ত(1×3=3)
1. শিফট রেজিস্টার কত প্রকার ও কি কি?
২.কাউন্টার কাকে বলে?
৩.প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কি বুঝায়?
৬.মাইক্রো কম্পিউটার কি?
৭.৮০৮৫ মাইক্রোপ্রসেসরে কি কি ফ্ল্যাগ ব্যবহার করা হয়?
৮.ফ্ল্যাশ মেমোরি কি?
৫.মাইক্রোপ্রসেসর কি?
৮.ফ্ল্যাশ মেমোরি কি?
৯.D/A কনভার্টারের রেজুলেশন কি?

1. টাইমার কি ?
2. P ROM কি ?
3. সিনক্রোনাস কাউন্টারে সুবিধা লিখ ।
4. রাইট শিফট রেজিস্টার কাকে বলে ?
5. SISO, PISO রেজিস্টার এর চিত্র অঙ্কন কর ।
6. ফ্লাশ মেমোরি কি ?
7. ইউনিভার্সাল শিফট রেজিস্টার কাকে বলে ?
8. বাইনারি কাউন্টার কি ?
9. সিনক্রোনাস কাউন্টার কি ?
1. মেমোরি বলতে কি বুঝায়?
2.ভোলাটাইল মেমোরি বলতে কি বুঝাই?
3.ডায়নামিক RAM কি?
4. Flash Memory কি?
5. D/A কনভার্টারের রেজুলেশন কি?
6. PLD এর পূর্ণ অর্থ কি?
7.প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কী বোঝায়?
8.লজিক এরে কি?
9. PLD এর সংজ্ঞা দাও?

সংক্ষিপ্ত(1.5×2=3)
১.শিফট রেজিস্টার এর ব্যবহার লিখ?
২.সিনক্রোনাস ও এসিনক্রোনাস কাউন্টার এর মধ্যে পার্থক্য লেখ?
৩.রেজিষ্টরের শ্রেণীবিভাগ কর?
৪.Mod -10 কাউন্টারের লজিক ডায়াগ্রাম অংকন কর?
৫.একটি RAM এর পরিচ্ছন্ন লজিক চিত্র অঙ্কন কর?
6. Dynamic RAM ও স্টাটিক RAM এর মধ্যে পার্থক্য লেখ?1. পূর্ণরূপ লিখ- EPROM, SIPO, GAL, CPLD
2. J-K ফ্লিপ ফ্লপ এর চিত্রসহ বর্ণনা কর ।
3. ALU বলতে কী বোঝায় ।
4. কাউন্টারের প্রয়োগ ক্ষেত্র গুলো উল্লেখ কর ।
5. সিনক্রোনাস ও এসিনক্রোনাস কাউন্টার এর মাঝে পার্থক্য লিখ ।
6. SISO রেজিস্টার এর চিত্র অঙ্কন করো?
1.ডুয়েল স্লপ A/D কনভার্টার এর চিত্র অঙ্কন কর ?
2.8085 মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও?
3.একটি RAM এর পরিচ্ছন্ন লজিক চিত্র অঙ্কন কর?
4.DAC ও ADC এর মাঝে পার্থক্যগুলো লেখ?
5. FPGA এর মৌলিক বৈশিষ্ট্য গুলো লেখ?
6. PLA এবং PAL এর মধ্যে পার্থক্য কি?

রচনামূলক(4×1=4)
6. ওজন ভিত্তিক D/A কনভার্টারের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা কর?
6. 8085 মাইক্রোপ্রসেসর এর আর্কিটেকচার অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা কর?
6. মেমোরি Read/Write অপারেশন চিত্রসহ বর্ণনা কর?

4.SISO রেজিস্টার এর কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো?
5.8085 মাইক্রোপ্রসেসর এর pin diagram অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা
কর?

Model test:

1. 8085 মাইক্রোপ্রসেসরের এড্রেসিং মোড গুলোর বর্ণনা দাও?
2. একটি সিরিয়াল ইন প্যারালাল আউটশিফট রেজিস্টার চিত্রসহ বর্ণনা কর?
3.ডিজিটাল ঘড়ির Block Diagram অংকন করে এর অপারেশন বর্ণনা কর?
4.MOD-10 কাউন্টারের চিত্রসহকার্যপ্রণালী বর্ণনা কর?
5.ডুয়েল স্লোভ A/D কনভার্টার এর কার্যপদ্ধতি চিত্রসহ বর্ণনা কর?
6. 8085 মাইক্রোপ্রসেসর এর আর্কিটেকচার অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা কর?
7.R-2R Ladder ডায়াগ্রাম অংকন করে কার্যপ্রণালী বর্ণনা কর?
8.ওজনভিত্তিক D/A কনভার্টারের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা কর?
9.4 bit Asynchroonous কাউন্টারের চিত্রসহ কার্যবদ্ধতির বর্ণনা কর?
10.মেমোরি Read/Write অপারেশন চিত্রসহ বর্ণনা কর?
11. SAP-1 এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন ব্লকের কাজ বর্ণনা করো?
12.8085 মাইক্রোপ্রসেসর এর pin Diagram অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা কর?
13.একটি দু ইনপুট বিশিষ্ট PAL এর লজিক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী বর্ণনা কর?
14.সাকসেসিভ অ্যাপ্রোক্সিমেশন কনভার্টার এর মূলনীতি চিত্রসহ বর্ণনা কর?
15. Ring কাউন্টারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো?
16.2. একটি প্যারালাল ইন সিরিয়াল আউটশিফট রেজিস্টার চিত্রসহ বর্ণনা কর?
17. 4 bit Ripple কাউন্টারের চিত্রসহ কার্যবদ্ধতির বর্ণনা কর?

Friendtechbd Desk

Share
Published by
Friendtechbd Desk

Recent Posts

A street hawker paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A street hawker paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

8 months ago

Water pollution paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

Water pollution paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10, SSC,…

8 months ago

Our national flag paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

Our national flag paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

8 months ago

A mobile phone paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A mobile phone paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

8 months ago

A tea stall paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A tea stall paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

8 months ago

International Mother Language Day paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

International Mother Language Day paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12,…

8 months ago