Float Switch এটি একটি ওয়াটার লেভেল কন্ট্রোলার । এটা দিয়েই কিন্তু আপনি মজার মজার প্রজেক্ট তৈরি করতে পারবেন ।আজকে আমি আপনাদের দেখাবো যে এই Float switch কি এবংFloat switch কিভাবে আপনি একটা প্রজেক্ট এ ব্যবহার করতে পারবেন । এ Float switch দিয়ে আপনি কিন্তু আপনার বাসা বাড়ির ওয়াটার ট্যাংক মটর /পাম্প মোটর যেটাতে পানি উঠানো হয় ট্যাংকিতে সেই Motor কে কন্ট্রোল করতে পারবেন । কিভাবে আপনি আপনার বাসার ওয়াটার ট্যাঙ্ক পাম্প মোটর কন্ট্রোল করবেন এই ফ্লোটলেস সুইচ দিয়ে সেটা আপনাদের দেখাবো ।
উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোট সুইচ দেখতে কেমন । এই সুইচ দিয়েই মূলত ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল করা যাবে ।এটা মূলত একটা সুইচ এর মতই কাজ করে । এই Float Switch এ ম্যাগনেটিক Reed Sensor রয়েছে । ম্যাগনেটিক Reed Sensor যেটার উপর চৌম্বক ধরলে এটা শর্ট হয়ে যায় এবং সুইচের মতই কাজ করে ।
এটি দিয়ে আপনি যদি ওয়াটার ট্যাংক এর মোটর কন্ট্রোল করতে চান । তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে হবে । মাইক্রোকন্ট্রোলার হিসেবে আমি আপনাদের আরডিওনো বোর্ড নিয়ে কোডিং করে পুরো প্রজেক্টটি দেখাবো ।ওয়াটার ট্যাংক মটর কন্ট্রোলিং এর জন্য আপনাকে দুটো Float switch নিতে হবে । তারপর ট্যাংকিতে নিচের চিত্র অনুযায়ী সেট করতে হবে।
যেহেতু এখানে আমি মাইক্রোকন্ট্রোলার হিসেবে আরডিওনো বোর্ড নিয়েছি । ফ্লোট সুইচ থেকে ইনপুট নিয়ে আরডিওনো বোর্ডের মাধ্যমে পাম্প মোটর কন্ট্রোল হবে । Proties সফট্ওয়ারে আমি আপনাদের দেখাচ্ছি যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে ।
উপরে দেখুন আমি আপনাদের কানেকশন ডায়াগ্রাম টা দেখিয়ে দিয়েছি । এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আপনাকে সংযোগ করতে হবে । এখন চলুন আপনাদের কোডিং টা একটু দেখিয়ে দি ।
Code:
const int buttonPin = 2;
const int buttonPin1 = 6;
const int ledPin = 13; // the number of the LED pin
int buttonState = 0;
int buttonState1 = 0;
void setup() {
Serial.begin(9600);
pinMode(ledPin, OUTPUT);
pinMode(buttonPin, INPUT);
pinMode(buttonPin1, INPUT);
}
void loop() {
buttonState = digitalRead(buttonPin);
buttonState1 = digitalRead(buttonPin1);
if (buttonState == HIGH) {
digitalWrite(ledPin, HIGH);
}
if (buttonState1 == HIGH) {
digitalWrite(ledPin, LOW);
}
delay(100);
}
উপরে আমি এই প্রোজেক্টের কানেকশন ডায়াগ্রাম এবং কোডিং টা দেখিয়ে দিয়েছি । আমি যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি ওই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আপনার ট্যাংকে পুরো সিস্টেমটাই ইনস্টলেশন করতে হবে । তারপর আরডিওনো বোর্ডে আমি যে কোডিং টা দেখেছি কোডিং টা আপলোড করতে হবে ।