26. পূর্ণ নাম লিখ: RAM, ROM,MROM, PROM, EPROM, EEPROM, EAROM, SIPO, LIPO.
27.8085 মাইক্রো প্রসেসর এর ফ্ল্যাগ রেজিস্টার বর্ণনা কর?
28.Flag resistor এর কাজ বর্ণনা কর?
29. মাইক্রো প্রসেসর ও মাইক্রোকন্ট্রোলার কি? এদের মধ্যে পার্থক্য লিখ?
30. লজিক ফ্যামিলির শ্রেণীবিন্যাস ছক আকারে দেখাও?
31.4:1 মাল্টিপ্লেকজার এর সার্কিট অঙ্কন কর?
32.J K master slave flip flop এর বর্তনী অংকন পূর্বক truth টেবিল দেখাও?
রচনামূলক প্রশ্নঃ
1. হামিং কোডের সাহায্যে বাইনারি কোডের ভুল নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর?
2. প্যারিটি বিট এর সাহায্যে বাইনারি কোডের ভুল নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর?
3. কারণু ম্যাপ এর বিভিন্ন ম্যাথ সমাধান করতে হবে?
4. লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল সহ ৩ to ৮ এর কাজ বর্ণনা কর?
5. 4:1 মাল্টিপ্লেক্সার এর কার্যপ্রণালী বর্ণনা কর?
6. ব্লক ডায়াগ্রাম সহ BCD টু 7 segment decoder এর মাধ্যমে 4 digit সেভেন ডিসপ্লে দেখাও?
7. J k flip flop এর চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা কর?
8. Ring কাউন্টারের মূলনীতি ও কার্যনীতি বর্ণনা কর?
9. চিত্রসহ MOD-10 কাউন্টারের কার্যনীতি বর্ণনা করো?
Or, 4 bit এসিনক্রোনাস কাউন্টার এর কার্য পদ্ধতির সচিত্র বর্ণনা কর?
Or, 4 bit ripple কাউন্টার এর কার্য পদ্ধতির সচিত্র বর্ণনা কর?
10.R-2R Ladder পদ্ধতির DAC কিভাবে কাজ করে বর্ণনা কর?
11. ডুয়েল স্লোপ ,A/D কনভার্টার এর Block ডায়াগ্রাম অংকন করে বর্ণনা কর?
12. সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন A/D কনভার্টার অঙ্কন করে বর্ণনা কর?
13. ওয়েটেড রেজিস্টার পদ্ধতির D/A কনভার্টার এর চিত্রসহ মূলনীতি বর্ণনা কর?
14. মেমোরি Read/Write অপারেশন চিত্রসহ বর্ণনা কর?
15.8085 microprocessore এর pin Diagram অংকন করে বর্ণনা করো?
16.8085 Microprocessore এর Addressing Mode গুলো বর্ণনা কর?
17.8085 Microprocessore এর আর্কিটেকচার অংকন পূর্বক বিভিন্ন ব্লকের কাজ বর্ণনা কর?
18.8086 Microprocessore এর আর্কিটেকচার অঙ্কনপূর্বক বিভিন্ন ব্লকের কাজ বর্ণনা করো?
19. ব্লক চিত্রের সাহায্যে ALU এর অপারেশন বর্ণনা কর?
20. 8:1 মাল্টিপ্লেক্সার এর কার্যপ্রণালী বর্ণনা কর?
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১।ফুল সাবস্ট্রাক্টর কি?
উত্তর: তিনটি বিট বিয়োগ করার বর্তনীকে ফুল সাবস্ট্রাক্টর বলা হয় ।
২। ক্যারি ও বরো বলতে কী বোঝায়?
উত্তর: ক্যারি হল যোগ ক্রিয়া সম্পাদনের সময় যোগ করার পর যেটা উদ্বৃত্ত থাকে এবং Borrow হল বিয়োগ ক্রিয়া সম্পাদনের সময় বিয়োগ করার জন্য যা ধার করতে হয় ।
৩। গ্রে কোড বলতে কী বোঝোয়?
উত্তর: কোন সংখ্যা এক বৃদ্ধি পেলে তার বাইনারি কোডে একাধিক বিটের পরিবর্তন করতে হয় ।কিন্তু গ্রে কোডের কোন সংখ্যা বৃদ্ধি পেলে একটি মাত্র বিটের পরিবর্তন করতে হয় । বাইনারি কোড কে সহজে গ্রে কোডে পরিণত করা যায়। একে গ্রে কোড বলা হয় ।
৪। মৌলিক লজিক গেট কয়টি ও কি কি?
উত্তর: মৌলিক লজিক গেট হল তিনটিঃ AND, OR, NOT gate.
৫।ডিমাল্টিপ্লেক্সার বলতে কি বুঝায়?
উত্তর: ডিমাল্টিপ্লেক্সার দিয়ে মাল্টিপ্লেক্সার এর বিপরীত কাজ করা হয় অর্থাৎ একটি সংকেতকে নিয়ন্ত্রণ সংকেতের সহায়তায় অনেক নির্গমন মুখের সাথে সংযুক্ত করা হয়। অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সারে একটা ইনপুট থাকে এবং একাধিক আউটপুট থাকে ।
৬। সাবস্ট্রাক্টর কি?
উত্তর: দুই বা ততোধিক বাইনারি বিট বিয়োগ করার প্রক্রিয়াকে সাবস্ট্রাক্টর বলে ।
৭।3 to 8 ডিকোডার বলতে কি বুঝায?
উত্তর: যে লজিক সার্কিটে D0-D3 data output লাইন এবংQ0-Q7 ইনপুট লাইন থাকে তাকে 3-8 ডিকোডার বলে ।
৮। ইউনিভার্সাল গেট বলতে কী বোঝায়?
উত্তর: যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় বা তৈরি করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলা হয় ।
৯।রেজিস্টার কেন ব্যবহার করা হয়?
উত্তর: বিট সংরক্ষণের জন্য অথবা সমষ্টিগতভাবে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে রেজিস্টার বলা হয়।
১০। ডিজিটাল লজিক বর্তনী কত প্রকার ও কি কি?
উত্তর:
১১। প্যারিটি বিট কি?
উত্তর:প্যারিটি বিট হল জোড়া সংখ্যক বিট। এটি মেসেজ আকারে তথ্য প্রেরনের জন্য একটি অতিরিক্ত বিট। এই বিটের সাহায্যে বাইনারি শব্দের ভুল নির্ণয় করা হয় ।
১২।(২০০)10 কে বাইনারিতে রূপান্তর করো?
উত্তর: (11001000)2
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১.ফ্লিপ ফ্লপ এর মূল বৈশিষ্ট্য কি?
উত্তর: ফিলিপ ফ্লপ বর্তনীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও বর্তনীর আউটপুটের ডিজিটাল সিগন্যাল তার পূর্বের স্টেটেই অপরিবর্তিত থেকে যায়। ফ্লিপ ফ্লপ এর এই বৈশিষ্ট্যের জন্য এ বর্তনীকে ডিজিটাল তথ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়।
২. ফ্লিপ ফ্লপ এর পাঁচটি ব্যবহার লেখ?
উত্তর:
১. মেমোরি এলিমেন্ট হিসেবে।
২.RAM ও ROM তৈরি করতে।
৩. রেজিস্টার কাউন্টার ইত্যাদি ডিজাইন করার জন্য।
৪. Latch সার্কিটে।
৫. ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিটে।
৩. কাউন্টারের প্রয়োগ ক্ষেত্র উল্লেখ কর বা লেখ?
উত্তর:
১. বাইনারি অডোমিটারের ইলেকট্রনিক্স সার্কিটে।
২. ডিজিটাল টাইমিং সিস্টেমে এবং ক্লক সার্কিটে।
৩. ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিটে।
৪. আলোক শয্যায়।
৫. সময় নির্দেশক ও ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে।
৬. বিভিন্ন ইলেকট্রনিক ইউনিটের অপারেশন ম্যাচিং করার জন্য যথাযথ ক্লক ফ্রিকোয়েন্সি প্রদান করতে।
৪।একটি 4 bit shift রেজিস্টার এর লজিক diagram অঙ্কন কর?
উত্তর:
4-bit-shift-register
৫.4 : 1 মাল্টিপ্লেক্সার এর চিত্র ও ব্লক ডায়াগ্রাম অংকন করো?
উত্তর:
4-in-1-Multiplexer
৬.Ring counter block আক?
উত্তর:
ring-counter
৭. J.K flip flop এর circuit ও টুথ টেবিল দেখাও?
উত্তর:
J-K flip flop
J-K flip flop
৮.OR Gate এর Truth table সহ কার্যপ্রণালী বর্ণনা করো?
উত্তর:
OR-gate
কার্যপ্রণালী:
উপরে একটা অর গেটের চিত্র অঙ্কন করা হয়েছে এর দুইটা ইনপুট এবং একটি আউটপুট । ইনপুট হলো A এবং B এবং আউটপুট হল C।
OR Gate হলো যোগের গেট ।
ইনপুট A এবং B তে 0 প্রয়োগ করলে আউটপুটে 0 পাওয়া যাবে ।
ইনপুট A তে 0 এবং B তে 1 প্রয়োগ করলে আউটপুটে 1 পাওয়া যাবে ।
ইনপুট A তে 1 এবং B তে 0 প্রয়োগ করলে আউটপুটে 1 পাওয়া যাবে ।
ইনপুট A তে 1 এবং B তে 1 প্রয়োগ করলে আউটপুটে 1 পাওয়া যাবে ।
এভাবেই অরগেট কাজ করে ।
৯.ALU এর ব্লক চিত্র অঙ্কন কর?
উত্তর:
Arithmetic logic Unit
১০.( 10101.101)2 কে ডেসিমেল এ রূপান্তর করো?
উত্তর:
১২.হাফ এডার এর যুক্তি বর্তনী ও সার্কিট প্রতিক অংকন কর?
উত্তর:
Half-adder
রচনামূলক প্রশ্নঃ
১.J-K ফিলিপ ফ্লপ এর সচিত্র বর্ণনা কর?
উত্তর:
যে ইলেকট্রনিক্স সার্কিট এর মাধ্যমে বাইনারি তথ্যকে বিদ্যুৎ স্পন্দন দিয়ে সঞ্চয় করে রাখা হয় তাকে flip-flop বর্তনী বলে.নিচে জেকে ফ্লিপ ফ্লপের চিত্র এবং ট্রুথ টেবিল অঙ্কন করা হলো..
J-K flip flopJ-K flip flop
উপরের চিত্রে j-k ফ্লিপ ফ্লপের চিত্র এবংTruth Table দেখানো হয়েছে ।এখানে ব্যবহার করা হয়েছে চারটি ন্যান্ড গেট।ইনপুট পিন হিসেবে ব্যবহার করা হয়েছে J এবং K .ইনপুটে বিভিন্ন ক্লক পালস দেয়া হয় clk পিনের মাধ্যমে । J-K Flip Flop এ আউটপুট পাওয়া যাবে Q এবংQ’ এর মাধ্যমে. J-K ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে তা দেখানো হয়েছে উপরের ট্রুথ টেবিল চিত্রের মাধ্যমে ।নিচে এটি কিভাবে কাজ করে তা বর্ণনা করা হলো।
বর্ণনাঃ
বর্ণনা বুঝতে গেলে একটু টেবিলটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। j-k ফ্লিপ ফ্লপের CLK পিন এ সবসময় 1 করে রাখা হয়েছে বা HIGH করে রাখা হয়েছে . এখন J-K pin এ ইনপুট দিতে হবে ।
ইনপুট J তে 0 এবং K তে 0 প্রয়োগ করলে আউটপুটে Q , No change এবংQ’ No change পাওয়া যাবে ।
ইনপুট J তে 0 এবং K তে 1 প্রয়োগ করলে আউটপুটে Q , 1 এবংQ’ 1 পাওয়া যাবে ।
ইনপুট J তে 1 এবং K তে 0 প্রয়োগ করলে আউটপুটে Q , 0 এবংQ’ 0 পাওয়া যাবে ।
ইনপুট J তে 1 এবং K তে 1 প্রয়োগ করলে আউটপুটে Q , Toggle এবংQ’ Toggle পাওয়া যাবে ।
আউটপুট হিসেবে যদি একটা এলইডি লাগিয়ে দেয়া হয় তাহলে এলইডি গুলো এই অনুযায়ী কাজ করবে. অর্থাৎ এই ট্রুথ টেবিল অনুযায়ী এলইডি জ্বলবে এবং নিবে যাবে।
এভাবেই j-k ফ্লিপ ফ্লপ কাজ করে ।
2.হামিং কোডের সাহায্য ত্রুটি নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর?
3.প্যারিটি বিট এর সাহায্যে ত্রুটি নির্ণয় ও সংশোধন পদ্ধতি বর্ণনা কর?
4.J-K Master slove flip flop এর সচিত্র বর্ণনা কর?
5.8:1 মাল্টিপ্লেক্সার এর গঠন চিত্র অঙ্কন করে বর্ণনা করো?
6.Y=ABCD++রাশির CURNU ম্যাপ অঙ্কন কর এবং সার্কিট ডায়াগ্রাম দেখাও।