Basic Electricity Subject Suggestion

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১। Electricity বা বিদ্যুৎ কি?

২। পরমাণু মূল কণিকাগুলো কী কী?

৩। বদ্ধ ও মুক্ত ইলেকট্রণ কি?

৪। বিদ্যুৎ প্রবাহের ফলে কী কী প্রতিক্রিয়া দেখা যায়।

৫। পরমানুর ইলেকট্রণ ও প্রোটন কোন চার্জ বহন করে? ৬। পারমানবিক সংখ্যা কাকে বলে?

৭। একক সহ আপেক্ষিক রোধের সংগা দাও ।

৮। রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে?

৯। ভ্যালেন্সড ইলেকট্রন কি?

১০। অপরিবাহী বা ইনসেলেটর কাকে বলে?

১১। C1 ও C2 ক্যাপাসিটরকে সিরিজে সংযুক্ত করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে?

১২। ক্যাপাসিটর কাকে বলে?

১৩। ক্যাপাসিটরের কাজ কি?

১৪। জুলের তাপীয় সূত্রটি লিখ অথবা তাপের যান্ত্রিক সমতা J = 4.2 J/cal এর অর্থ কি?

১৫। কারেন্ট, ভোল্টেজ ও রেসিস্ট্যান্স এর মধ্যে গানিতিক সম্পর্ক দেখাও।

১৬। ওহম এর সুত্রটি লিখ।

১৯। প্যারালালে সংযুক্ত দুটি 100 রোধের সমতুল্য রোধ কত হবে?

২০। আদর্শ সার্কিট কাকে বলে? একটি আদর্শ সার্কিট বা বর্তনীয় উপাদানগুলোর নাম লেখ।

২১। বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জি পরিমাপক যন্ত্রের নাম কি?

২২। এক ইউনিট বা 1 KWh বৈদ্যুতিক এনার্জি বলতে কি বুঝ? বা BOT কি?

২৩। VIR ও P.V.C এর পূর্ণরূপ কি?

24৷ 2 × 3/0.036 PVC তার বলতে কি বুঝ?

২৫। এডি কারেন্ট এর লস কমানোর উপাই কি?

২৬। বৈদ্যুতিক ওয়ারিং কাকে বলে? চারটি ফিটিংসের নাম লিখ।

২৭। অডিটরিয়াম, কারখানা ও সিনেমা হলে কি ধরণের ওয়ারিং করা হয়? ২৮। কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে?

২৯। পুর্ণরূপ লিখঃ SPDT, DPST, DPIC, SPST, MCCB, MCB, HRC

৩০। রক্ষণ যন্ত্র কাকে বলে? সার্কিট ব্রেকারের কাজ কি?

৩১। আর্থিং বলতে কি বুঝ? আর্থিং এর ৩টি উপাদানের নাম লিখ। ৩২। আর্থ কন্টিনিউটি তার কাকে বলে?

৩৩। ফ্লাক্স ও ফ্লাক্স ডেনসিটি কি?

৩৪। চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি বলতে কি বুঝ? ৩৫। সেলফ ইন্ডাক্ট্যান্স কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। এলুমিনিয়াম, তামা বা কপারের ইলেকট্রন বিন্যাস দেখাও।

২। এডি কারেন্ট লস কি? কিভাবে এডি কমানো যায়?

৩। ফ্লেমিং এর ডান হস্তবিধি উল্লেখ কর।

৪। ওহমের সূত্র প্রতিপাদন কর।

৫। একটি বাতির গায়ে 100W, 250Voult লেখা আছে। এমতাবস্থায় বাতিটির রোধ ও কারেন্ট কত? ৬। ওহমের সুত্রের সীমাবদ্ধতা লেখ।

৭। সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য লিখ।

৮। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে,1/Rs=1/R1+1/R2+1/R3 ——————  1/Rn

৯। সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য লিখ।

১০। বৈদ্যুতিক সার্কিটে এনার্জি মিটার, ওয়ার্ট মিটার, এমিটর ও ভোল্টমিটারের সংযোগ দেখাও।

১১। একটি লোডের সঙ্গে এমিটর, ভোল্টমিটা ও এনার্জিমিটার এর সংযোগ দেখাও।

১২। ওয়ারিং এর কাজে ব্যবহৃত ৬টি জয়েন্টের নাম লিখ।

১৩। বাংলাদেশের সচারচর ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার ওয়ারিং এর নাম ও ব্যবহার লিখ। ১৪। চ্যানেল ওয়ারিং এর ধাপগুলো লিখ

১৫। জয়েন্টের ধাপ গুলো লিখ।

১৬। একটি ফ্লোরোসেন্ট টিউব লাইটের চিত্র অংকন কর।

১৭। ফিউজ ও সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য লিখ ।

১৮। আর্থিং এর প্রয়োজনীয়তা কি?

১৯। আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায় কি?

২০। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি?

 

রচনামূলক প্রশ্নঃ

 

১। পরিমাপক যন্ত্র ও একক সহ কারেন্ট, ভোল্টেজ ও রোধের সঙ্গা লিখ।

২। ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি, w =1/2cv2; যেখানে সংকেত গুলো প্রচলিত অর্থ বহন করে।

৩। প্রমাণ কর যে, H = 0.24 (1)2 Rt; যেখানে সংকেত গুলো প্রচলিত অর্থ বহন করে।

৪। প্রমান কর যে, e = – N dQ/Dt যেখানে সংকেত গুলো প্রচলিত অর্থ বহন করে।

৫। চিত্র সহ প্লেট ও পাইপ আর্থিং এর প্রয়োজনীয়তা লিখ।

৬। একটি সোডিয়াম ভেপার ও মার্কারী ভেপার ল্যাম্পের চিত্র সহ গঠন, কার্যপ্রণালী ও ব্যবহার লিখ।

৭। ২য় অধ্যায়ের গাণিতিক সমাধান

৮। ৩য় অধ্যায়ের গাণিতিক সমাধান

৯। ৫ম অধ্যায়ের গাণিতিক সমাধান

১০। ৬ষ্ট অধ্যায়ের গাণতিক সমাধান

১১। চিত্র সহ ব্যাটেন ওয়ারিং এর পদ্ধতি বর্ননা কর।

১২। সারফেস ও কন্সিলড কন্ডুইট ওয়্যারিং এর নিয়ম বর্ননা কর।

১৩। প্রমাণ কর যে, R = P/L; যেখানে সংকেত গুলো প্রচলিত অর্থ বহন করে।

১৪। C1, C2 ও C3 তিনটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে প্রমাণ কর যে, 1/C1 + 1/c2 +1/c3+ ————— 1/Cn=1/Cs

গাণিতিক সমস্যাবলি

১। যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রোধ 2.84 x 108m হয়, তবে 0.1422 রোধবিশিষ্ট 10 মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে?

 

২। 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় কর।

 

৩। 4 মিলিমিটার ব্যাসবিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.9 ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে, যদি

তামার আপেক্ষিক রোধ (p) 0.0175um হয়?

8। 80 uF এর এবং 120V দু’টি ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করে 550 V ডি.সি. উৎসের আড়াআড়িতে সংযোগ করা হল। প্রতিটি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে?

৫। 18 uF এবং 22 HF এর দু’টি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে 250V ডি.সি. উৎষের আড়াআড়িতে সংযুক্ত করা হল। প্রতি ক্যাপাসিটরে কত শক্তি সঞ্চিত হবে?

৬। 10 gF, 20uF, 50uF বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজে যোগ করে 250 V সরবরাহ করলে প্রতিটির চার্জ কত হবে? আবার এ তিনটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে 250 ভোল্ট লাইনে যোগ করলে প্রতিটি চার্জ কত হবে?

৭। একটি ছাত্রাবাসে 40 টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি দৈনিক গড়ে 6 ঘণ্টা জ্বলে। কমনরুমে অশ্বশক্তির 10 টি পাখা দৈনিক 12 ঘণ্টা চলে এবং 0.5 Amp (100W) এর একটি টেলিভিশন দৈনিক 6 ঘণ্টা করে চলে। যদি ছাত্রাবাসে 200 ভোল্ট সরবরাহ থাকে তবে ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের বৈদ্যুতিক বিল কত হয়েছিল? (প্রতি ইউনিটের দাম 1.75 টাকা)

৮। একটি দ্বিতল ছাত্র নিবাসে 40 টি কক্ষ আছে। তার মধ্যে 38 টি কক্ষে নিয়মিত বর্ডার থাকে। প্রতিটি কক্ষে 60 W এর একটি বাতি, 40 W এর একটি টিউবলাইট, 100 w এর একটি সিলিং ফ্যান আছে। অপর ২ টি কক্ষে সর্বমোট 6 টি 40 W এর টিউব লাইট এর 4 টি 100 W এর সিলিং ফ্যান আছে। যদি সবগুলো লোড দৈনিক গড়ে ৪ ঘণ্টা চলে, তাহলে ২০০০ সালের জুলাই মাসের বিদ্যুৎ বিল কত হবে? প্রতি ইউনিটের মূল্য 2.50 টাকা ।

৯। কোনো আবাসিক গৃহে ৪ টি কক্ষে 60 ওয়াটের ৪ টি বাতি দৈনিক 6 ঘণ্টা, 100 ওয়ার্টের 6 টি বাতি দৈনিক 7 ঘণ্টা, এইংরুমে ৪০ ওয়াটের 2 টি ফ্লোরেসেন্ট টিউবলাইট দৈনিক 5 ঘণ্টা অশ্বক্ষমতার 6 টি পাখা দৈনিক 12 ঘণ্টা এবং 0.5 Amp. এর একটি রঙিন টেলিভিশন দৈনিক 5 ঘণ্টা চলে। যদি ঐ আবাসিক গৃহে 220 ভোল্ট সরবরাহ থাকে তবে 2001 সালের এপ্রিল মাসে বৈদ্যুতিক বিল কত হয়েছিল? (প্রতি একক বিদ্যুতের দাম 1.75 টাকা)

১০। একটি আবাসিক গৃহে 100 ওয়াটের 6 টি বাতি দিনে গড়ে ৪ ঘণ্টা, 60 ওয়ার্টের 4 টি দিনে গড়ে 5 ঘণ্টা, অশ্বক্ষমতার ৪টি পাখা দিনে গড়ে 6 ঘন্টা এবং 50 ওহম রোধের একটি হিটার দিনে গড়ে 2 ঘণ্টা চলে। যদি আবাসিক গৃহে 200 সরবরাহ থাকে, তবে মাসিক বৈদ্যুতিক বিল কত হবে? (প্রতি একক বিদ্যুতের চার্জ 2.50 টাকা

  1. নিচের বর্তনী গুলোর সমতুল্য রোধ ও কারেন্ট নির্ণয়…।

 

Basic Electricity Subject
Basic Electricity Subject

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

. ইলেকট্রিসিটি বিদ্যুৎ কি?

উত্তর: ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল বা শক্তি, যা আলো, তাপ ,শব্দ গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে তাকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলা হয়।

 

. বদ্ধ মুক্ত ইলেকট্রন কি?

উত্তর:

কিছু কিছু ধরনের পদার্থ রয়েছে যেমন কাচ, রবার, মাইকা ইত্যাদি ইনসুলেটিং পদার্থের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো অত্যন্ত শক্তভাবে কেন্দ্রের সাথে আকর্ষণ শক্তি দ্বারা বাধা থাকে এদেরকে বদ্ধ ইলেকট্রন বলে।

তামা ,অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থের শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো অত্যন্ত হালকাভাবে কেন্দ্রের সাথে আবদ্ধ থাকে এদেরকে মুক্ত ইলেকট্রন বলে।

 

পারমাণবিক সংখ্যা কাকে বলে?

উত্তর: কোন পদার্থের পরমাণুর প্রোটন বা ইলেকট্রনের মোট সংখ্যাকে পরমাণবিক সংখ্যা বলে।

 

. রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে?

 

উত্তর: পরিবার রেজিস্ট্যান্স নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্য ,প্রস্থচ্ছেদ, উপাদান এবং তাপমাত্রার উপর।

 

. এককসহ আপেক্ষিক রোধের সংজ্ঞা লেখ?

উত্তর: এক মিটার বা ১ সেন্টিমিটার বা ১ ইঞ্চি বিশিষ্ট কোন পদার্থের ঘনকের দুইটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্টেন্স কে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিষ্টিভিটি বলে।MKS পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক ওহোম মিটার।

 

. জুলের সূত্রটি লেখ?

উত্তর: কোন পরিবাহীতে উৎপন্ন তাপ এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গ পরিবাহীটির রেজিস্ট্যান্স এবং কারেন্ট প্রবাহের সময়ের গুণফল এর সমানুপাতিক।

 

. একটি আদর্শ সার্কিট বা বর্তনীর উপাদান গুলোর নাম লেখ?

উত্তর:

১. বৈদ্যুতিক সোর্স: ব্যাটারি ,জেনারেটর।

২. বৈদ্যুতিক লোড: বাতি, ফ্যান ,মটর।

৩. পরিবাহী :তামা, অ্যালুমিনিয়াম।

৪. নিয়ন্ত্রণ যন্ত্র: সুইচ, ভোল্টেজ ,রেগুলেটর।

৫. রক্ষণ যন্ত্র :ফিউজ ,সার্কিট ব্রেকার।

 

. বৈদ্যুতিক সার্কিট কাকে বলে?

উত্তর: যে পথ দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে ইলেকট্রিক সার্কিট বলে।

 

. ১৫ ওহম এর তিনটি রোধ প্যারালালে সংযোগ করলে সমতুল্য  রোধ কত হবে?

উত্তর:

সমতুল্য রোধ: 1/R=1/15+1/15+1/15

= 1+1+1/15=3/15

R= 5 ohm

 

১০. বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপক যন্ত্রের নাম কি কি?

উত্তর: বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপক যন্ত্রের নাম ওয়াট মিটার এবং এনার্জি মিটার।

 

১১.BOT কি?

উত্তর:BOT এর পুরো নাম হল Board of Trade Unit. এক ইউনিট বা 1kwh কে BOT বলে? এই BOT বাংলাদেশ বিদ্যুৎ ক্রয় বিক্রয়ের ইউনিট হিসেবে ব্যবহৃত হয়।

 

১২. এক ইউনিট বা Kwh বৈদ্যুতিক এনার্জি বলতে কি বুঝায়?

উত্তর:1000 ওয়াট বা এক কিলোওয়াট বৈদ্যুতিক লোড কোন সার্কিটে এক ঘন্টা চালু থাকলে সার্কিটের যে পরিমাণ বৈদ্যুতিক শক্তির অপচয় হয় তাকে এক কিলোওয়াট বা এক ইউনিট বলে।

1kwh= 3.6 * 10-6 জুল।

 

১৩. বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার কাকে বলে?

উত্তর: বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে এর প্রতিক p এবং একক ওয়াট।

 

১৪.ওহম এর সূত্রটি লিখো?

উত্তর: কোন পরিবাহির ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্টেন্সের ব্যস্তানুপাতিক।

 

১৫. অপরিবাহী বা ইনসুলেটর কাকে বলে?

উত্তর: যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারেনা , প্রচন্ড বাধার সম্মুখীন হয় , তাদের অপরিবাহী বা ইনসুলেটর বলে। যেমন রবার, কাচ,কাঠ, প্লাস্টিক ইত্যাদি।

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

হক পাবলিকেশন্স এর বেসিক ইলেকট্রিসিটি BOOK:

1. বৈদ্যুতিক সার্কিটে এনার্জিমিটার, ওয়াটমিটার, অ্যামিটার ও ভোল্টমিটারের সংযোগ দেখাও।

উত্তর: বইয়ের 128 পৃষ্ঠার  3 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

2. সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলি লিখ ?

উত্তর: বইয়ের 105 পৃষ্ঠার  1  নং প্রশ্নের উত্তর দেখো ।

 

3. কপার বা তামার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও ।

উত্তর:বইয়ের 30 পৃষ্ঠার  4 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

4.প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখাও যে,  1/Re=1/R1 + 1/R2 +1/R3  +………….+1/Rn

উত্তর: 5 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ।

 

5. প্রমাণ কর যে, R=  PL/A

উত্তর:দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ।

 

6. ওহমের সূত্রটি বিবৃতি কর।

উত্তর:বইয়ের 74 পৃষ্ঠার 10 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

7. বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় ?

উত্তর: 1 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ।

 

8. সিরিজ ও প্যারালাল সার্কিট এর মাঝে পার্থক্য লিখ।

 

9. একটি লোডের সঙ্গে অ্যামিটার, ভোল্ট মিটার ও এনার্জি মিটারের সংযোগ দেখাও ?

উত্তর:বইয়ের 125 পৃষ্ঠার 6 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

10. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100 W, 250 V লেখা আছে এমতাবস্থায় বাতির রোধ ও কারেন্ট কত ?

উত্তর:বইয়ের 74 পৃষ্ঠার 10 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

11. জুলের সূত্রটি বিবৃতি কর।

উত্তর:বইয়ের 75 পৃষ্ঠার 10 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

12. পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর:বইয়ের 46 পৃষ্ঠার 1 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

13. প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লেখ।

উত্তর:বইয়ের 105 পৃষ্ঠার 2 নং প্রশ্নের উত্তর দেখো ।

 

14. 250 ভোল্ট সরবরাহের সাথে একটি বৈদ্যুতিক ইস্ত্রি সংযোগ করায় তার ভিতর দিয়ে 0.25Amp কারেন্ট প্রবাহিত হলে ইস্ত্রির কয়েলের রোধ কত বের কর?

উত্তর: 4 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ।

 

উত্তর:বইয়ের 74 পৃষ্ঠার 11 নং প্রশ্নের উত্তর দেখো ।

15. ওহমের সূত্রের সীমাবদ্ধতা লেখ।

 

রচনামূলক প্রশ্ন:

১. 4mm ব্যাস বিশিষ্ট এবং 100 m দৈর্ঘ্যের এক কোর বিশিষ্ট তামার ক্যাবলের রোধ 0.20 ওহম হলে এর আপেক্ষিক রোধ কত?

২. একটি ছাত্রনিবাসের 40টি কক্ষে 60 ওয়াটের 40টি বাতি দৈনিক গড়ে 7 ঘণ্টা জ্বলে। প্রতি কক্ষে 40 ওয়াটের একটি করে সিলিং ফ্যান দৈনিক 6 ঘণ্টা চলে এবং 0.5A-এর একটি টেলিভিশন দৈনিক 9 ঘণ্টা চলে। যদি ঐ ছাত্রনিবাসে 250V সরবরাহ থাকে তাহলে 2019 সালের ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল কত হবে? প্রতি ইউনিটের মূল্য 6.50 টাকা।

৩. একটি তামার তারের প্রস্থচ্ছেদ 100 বর্গমিলিমিটার এবং লম্বা 100 মিটার হলে তারটির রোধ কত? (তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 x 10 ওহম মিটার)

৪. একটি বাড়িতে 60W-এর 10টি বাতি দৈনিক 5 ঘন্টা, 80W-এর 4টি পাখা দৈনিক গড়ে 6 ঘন্টা চলে, 40W-এর 5টি টিউবলাইট 6 ঘন্টা জ্বলে,  H.P-এর একটি পাম্প 3 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 6 টাকা হলে 2010 সালের ফেব্রুয়ারি মাসে কত টাকা বিদ্যুৎ বিল হয়েছিল ?

৫. 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেমি ব্যাসবিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে, তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় কর।

৬. একটি গৃহে 400 Ω রোধবিশিষ্ট 10 টি বৈদ্যুতিক বাতি 6 ঘণ্টা, প্রত্যেকটি 60 ওয়াটের 5 টি পাখা 5 ঘণ্টা এবং  অশ্বক্ষমতা সম্পন্ন একটি মোটর 4 ঘণ্টা, 250 W এর একটি টিভি দৈনিক 5 ঘণ্টা চালু থাকলে 2.40 টাকা হারে প্রতি ইউনিটের বিল পরিশোধ করা হলে প্রতি মাসের বিদ্যুৎ বিল কত দিতে হবে? (যদি ঐ আবাসিক গৃহে সরবরাহ ভোল্টেজ 200 V হয়।)

৭. নিম্নের বর্তনীর সমতুল্য রোধ ও মোট কারেন্ট বের কর-

৮. নিম্নের বর্তনীর সমতুল্য রোধ ও মোট কারেন্ট বের কর

৯ . নিম্নের বর্তনীর সমতুল্য রোধ ও মোট কারেন্ট বের কর-

dc circuit
dc circuit

 

Leave a Comment