আমরা সবাই রিলের-relay সাথে কমবেশি সবাই পরিচিত।রিলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সার্কিট এ বহুল ব্যবহৃত একটা কম্পনেন্ট।যা সুইচিং এর কাজে ব্যবহার করা হয়. রিলে তুলনামূলকভাবে বেশি এম্পিয়ার ব্যবহার করা যায় এবং ভালো মানের সুইচিং সিস্টেম করার জন্য রিলে-relay ব্যবহার করা হয় ।রিলে বিভিন্ন ভোল্টেজের এবং বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে।এই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার অনুযায়ী রিলে বিভিন্ন সার্কিটে এবং বিভিন্ন কার্যক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে।এখন আমরা রিলে সম্পর্কে বিস্তারিত জানব……(Relay Meaning In Bengali)
- রিলে কি?
- রিলে কিভাবে কাজ করে?
- রিলে কিভাবে ব্যবহার করা হয়?
- রিলে কত প্রকার ও কি কি?
- রিলে কি?
রিলে হলো এমন এক ধরনের সুইচ যা সার্কিট কে ইলেক্ট্রোম্যাগনেটিক ভাবে ক্লোজ ও ওপেন করে থাকে অর্থাৎ সার্কিটকে ক্লোজ ও ওপেন করার জন্য রিলে ব্যবহার করা হয়ে থাকে।
- রিলে কিভাবে কাজ করে?
- রিলে কত প্রকার ও কি কি?
- AC Realy.
- DC Realy.
- রিলে কিভাবে ব্যবহার করা হয়?
প্রত্যেকটা রিলে এর গায়ে এটি ব্যবহারের ডায়াগ্রাম এবং এটি কত ভোল্টেজ এর ও কত এম্পিয়ার এর লেখা থাকে।এই অ্যাম্পিয়ার ও ভোল্টেজ অনুযায়ী এটি কার্যক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে । রিলে এর গায়ে যদি এর ভোল্টেজ ও অ্যাম্পিয়ার লেখা না থাকে তাহলে রিলের মধ্যে যে কোয়েল থাকে ওই কোয়েলে ভোল্টেজ এবং এম্পিয়ার লেখা থাকবে।এই ভোল্টেজ ও এম্পিয়ার অনুযায়ী রিলে কার্যক্ষেত্রে ব্যাবহার করা হয়ে থাকে।