Model question-2025
রচনামূলক প্রশ্নঃ
একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রামসহ এর বিভিন্ন ব্লকের বর্ণনা দাও ?
বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্যগুলো লেখ ?
8086µP-এর আর্কিটেকচার অঙ্কন করে প্রতিটি ব্লকের কার্যাবলি বর্ণনা কর ?
8086 µP-এর পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর ?
8086 µP-এর রেজিস্টার আর্কিটেকচার অঙ্কন করে ফ্লাগ রেজিস্টারের বর্ণনা দাও ?
8086 মাইক্রোপ্রসেসর এর মিনিমাম সিস্টেম ইন্টারফেস অঙ্কন করে বর্ণনা কর।
8086 মাইক্রোপ্রসেসর এর মেমোরি এড্রেস স্পেসের হার্ডওয়ার ব্যবস্থাপনা বর্ণনা কর।
8086 up মাইক্রোপ্রসের এর রাইট সাইকেল অঙ্কন করে বর্ণনা কর।
8086 up এর মেক্সিমাম Mode সিস্টেম অঙ্কন করে বর্ণনা করো।
8086 মাইক্রোপ্রসেসর এর Read সাইকেল অংকন করে বর্ণনা কর।
মিড-রেঞ্জ PIC মাইক্রোকন্ট্রোলারের ব্লক চিত্রসহ গঠন বর্ণনা কর ?
একটি সম্পাদনযোগ্য অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম তৈরি ও সম্পাদনের ধাপগুলো লেখ ?
স্কয়ার ওয়েভ তৈরি করার জন্য PIC16F877A-এর একটি প্রোগ্রাম লেখ ?
টাইমার ব্যবহার করে PWM তৈরি PIC16F877A প্রোগ্রাম লেখ?
ইভেন্ট কাউন্টার হিসাবে টাইমারের ব্যবহার বর্ণনা কর ?
এ ভি আর মাইক্রোকন্ট্রোলার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর ?
AVR মাইক্রোকন্ট্রোলারের পিন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা কর?
সিরিয়াল ডাটা প্রেরণ ও গ্রহণের জন্য একটা প্রোগ্রাম লেখ?
আরডুইনো উনোর পিন ডায়াগ্রাম সহ বর্ণনা দাও।
ব্লক ডায়াগ্রাম সহ আরডুইনো বোর্ডের বর্ণনা দাও।