How to program atmega8 using Arduino.Atmega8 bootloader

বর্তমানে আরডিওনো বা অন্যান্য মাইক্রোকন্ট্রোলারের অনেক দাম বেড়ে গিয়েছে । এই কারণে মাইক্রোকন্ট্রোলার দিয়ে যেকোনো প্রজেক্ট করতে গেলে খরচ অনেক বেশি হচ্ছে ।তারপরও প্রয়োজনের তাগিদে কিন্তু আমরা বেশি টাকা খরচ করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করছি ।কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটায় তাহলে কিন্তু অল্প খরচেই আমরা যে কোন প্রজেক্ট করতে পারি ।আমরা বিভিন্ন আরডিওনো বোর্ড বাদ দিয়ে শুধুমাত্র একটা  মাইক্রোকন্ট্রোলার দিয়ে যদি ভিন্ন প্রজেক্ট করতে পারি তাহলে কিন্তু খরচ অনেক কম পড়ে ।

এক্ষেত্রে যেকোনো মাইক্রোকন্ট্রোলার কে আরডিওনো কোডিং সাপোর্ট করার উপযোগী তৈরি করার জন্য আপনাকে কিন্তু বুট লোড করতে হয়।বুটলোড যেকোনো এভিআর মাইক্রোকন্ট্রোলার কিন্তু করা যায়।কিন্তু আমাদের বিবেচনা করতে হবে কোন মাইক্রোকন্ট্রোলারের দাম কন।যে মাইক্রো কন্ট্রোলারের দাম বেশি সেগুলো যদি আমি  কাজে লাগায় তাহলে তো একই কথা হল ।যেকোনো প্রোজেক্টের খরচেই বেশি থাকবে ।বর্তমানে দাম কমের মধ্যে একটা মাইক্রোকন্টলার হচ্ছে Atmega8.

এজন্য এই মাইক্রোকন্ট্রোলার টা কিভাবে আরডিওনো সাহায্যে বুটলোড করে ব্যবহার উপযোগী করা যায় সেটার ডায়াগ্রামসহ আমি দেখিয়ে দিচ্ছি।নিচে ডায়াগ্রাম টা দিয়ে দিলাম এই ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ করে Atmega8 মাইক্রোকন্ট্রোলার বুট লোড করতে হবে । নিচে সার্কিট বা কানেকশন ডায়াগ্রাম টা দেখানো হলো।।

atmega8 bootloader
atmega8 bootloader

 

 

Leave a Comment