auto cut off battery charger circuit। ব্যাটারির আয়ু বাড়াতে এবং ওভারচার্জ থেকে রক্ষা করতে অটো কাট-অফ ব্যাটারি চার্জার একটি গুরুত্বপূর্ণ সার্কিট। এই সার্কিটটি ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জিং প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়, যা ব্যাটারির অতিরিক্ত ক্ষতি থেকে রক্ষা করে।
অটো কাট-অফ চার্জারের কাজ কী?
অটো কাট-অফ চার্জারের মূল কাজ হলো, যখন ব্যাটারি নির্দিষ্ট ভোল্টেজে পুরোপুরি চার্জ হয় (সাধারণত ১৪.৪ ভোল্ট), তখন সার্কিটটি চার্জিং বন্ধ করে দেয়। এর ফলে, ওভারচার্জের সমস্যা থেকে ব্যাটারি রক্ষা পায় এবং এর আয়ু বেড়ে যায়।
এই সার্কিটটা খুব সহজেই তৈরি করা হয়েছে যাতে করে 12 ভোল্ট অটো কাট অফ করে আপনার ব্যাটারিকে সুরক্ষা করতে পারেন ।এই সার্কিটের সবথেকে বড় সুবিধা হলো এই সার্কিটে এসি ভোল্টেজ কে কাট অফ করে দেয় তাহলে কি ট্রান্সফর্মারের আর কোন পাওয়ার থাকে না অর্থাৎ এটা ব্যবহার করা আপনার বাসা বাড়ির জন্য সম্পূর্ণ নিরাপদ।এর বড় কারণ হলো যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সম্পূর্ণ সার্কিটে কোন পাওয়ারই থাকবে না।এই সার্কিট ফুল ওয়েব সেন্টার টেপ এর জন্য ব্যবহার করা যাবে ।এই সার্কিটে দুইটা কাজ একসাথে হবে অর্থাৎ আপনি ব্যাটারিকে চার্জও করতে পারবেন আবার কি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো করে দিবে।
এই সার্কিটে অটো কাট অফ সেট করা খুব সহজ আপনি নিজেই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এই সার্কিটে যে ভেরিয়েবল রেজিস্টার রয়েছে সেটা ঘুরিয়ে সহজেই কাট অফ ভোল্টেজ সেট করতে পারবেন।এই সার্কিটের আর একটা সুবিধা আছে যেটা বাজারে যেসকল অটো কাটক ব্যাটারি চার্জার পাওয়া যায় সেই সকল সার্কিটে কিন্তু এই সুবিধা থাকে না । এই সার্কিটে কিন্তু আপনি কুলিং ফ্যান ও সেট করতে পারবেন অর্থাৎ যখনব্যাটারি চার্জ হবে তখন কুলিং ফ্যানে আপনার ট্রান্সফর্মার এবং সার্কিটকে ঠান্ডা করে রাখবে যাতে এটা গরম হয়ে কোন দুর্ঘটনা না ঘটে।
অর্থাৎ যখন ব্যাটারিতে চার্জ হবে তখন কুলিং ফ্যান চলবে এবং চার্জ হবে।আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে এবং সার্কিটের এসি পাওয়ার ও ট্রান্সফরমারের ইনপুট থেকেই অফ হয়ে যাবে।
সার্কিটটি কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেটা নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো।
আশাকরি উপরের চিত্রটি দেখে আপনি খুব সহজে এর কানেকশন করতে পারবেন।এই সার্কিটটা খুবই ভালো কাজ করে এবং 100% কাজ করে আপনি ব্যবহার করে দেখেন।
এই সার্কিটটা যদি আপনি মনে করেন চার্জার হিসেবে ব্যবহার না করে শুধুমাত্র অটো কাট হিসেবে ব্যবহার করবেন এবং আপনি আলাদা চার্জার ব্যবহার করবেন তাও করতে পারবেন।নিচের চিত্রটি লক্ষ্য করুন…
আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে কিভাবে কানেকশন করবেন কিভাবে ভোল্টেজ সেট করবেন সবই ভালোভাবে বুঝতে পারবেন
ইলেকট্রনিক্স এর কাজ শিখতে গেলে কি কি কম্পোনেন্ট সম্পর্কে ভালোভাবে জানা লাগবে দেখুন:বিস্তারিত
আপনি এই সার্কিটটি সোলার প্যানেলের ব্যাটারি চার্জারে ব্যবহার করতে পারবেন অটোকাট হিসেবে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আপনার সোলার থেকে আর চার্জ নিবে না এতে আপনার ব্যাটারিটা নষ্ট হবে না এবং অনেকদিন চার্জ থাকবে।সোলারে প্যানেলে কিভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য নিচের চিত্রটি লক্ষ্য করুন।
আপনি এইভাবে কানেকশন করে কিন্তু সোলার প্যানেলে ব্যবহার করতে পারবেন ।আপনি নিচের ভিডিওটা একটু দেখে নিতে পারেন।
সার্কিটের সুবিধা:
- ওভারচার্জ প্রতিরোধ: ব্যাটারি চার্জিং সম্পূর্ণ হওয়ার পর এটি নিজে থেকেই চার্জ বন্ধ করে দেয়।
- ব্যাটারির আয়ু বৃদ্ধি: নিয়মিত ওভারচার্জ থেকে রক্ষা পাওয়ায় ব্যাটারির আয়ু অনেক বাড়ে।
- সহজ প্রক্রিয়া: খুব সহজেই পাওয়া যায় এমন উপকরণ দিয়ে এই সার্কিট তৈরি করা যায়।
- অপটিমাইজড এনার্জি: চার্জিং বন্ধ হওয়ার পর সার্কিট থেকে আর কোনো শক্তি অপচয় হয় না।
রেজিস্টার এর মান বের করা শিখুন খুব সহজে:VIDEO
শেষ কথা:
অটো কাট-অফ চার্জার সার্কিট তৈরি করার মাধ্যমে আপনি ব্যাটারির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এর ফলে ব্যাটারির আয়ু যেমন বৃদ্ধি পাবে, তেমনি চার্জিংও হবে সম্পূর্ণ নিরাপদ।