Computer control system & Robotics (66871)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১।রিয়েল টাইম কন্ট্রোল সিস্টেম বলতে কি বুঝায়?

২।মোশোন কন্ট্রোল কি?

৩। লেডার ডায়াগ্রাম কি?

৪।ON  line control system এর দুটি সুবিধা লেখ?

৫।Robotics কি?

৬। অ্যাডাপটিভ কন্ট্রোলার কাকে বলে?

৭।Fuzzy সেট বলতে কি বুঝায়?

৮।ফুজি লজিক কি?

৯।ল্যাডার Diagram কাকে বলে?

১০।Real time control কি?

১১।রোবট প্রোগ্রামিং Mode কত প্রকার ও কি কি?

১২।CAM কি?

১৩।রোবট ম্যানু পুলেটর কাকে বলে?

১৪।জিটাল কন্ট্রোল বলতে কী বোঝায়?

১৫।Real time control কি?

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর?
২. একটি কম্পাউন্ড কন্ট্রোল সিস্টেমের মূলনীতি লিখ?
৩. ওপেন লুক ও ক্লোজ লুক সিস্টেমের মধ্যে পার্থক্য লিখ?
৪. কম্পিউটার কন্ট্রোল সিস্টেম এর প্রয়োগ ক্ষেত্রগুলো লিখ?
৫. কম্পিউটার সিস্টেমের চারটি ব্যবহার লিখ?
৬. অনলাইন কন্ট্রোল সিস্টেম এর ব্লক অঙ্কন কর?
৭. অ্যাডাপটিভ কন্ট্রোলার কি কি কাজে লাগে?
৮. কম্পিউটার কন্ট্রোল সিস্টেম ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর?
৯. কন্ট্রোল সিস্টেম ডিজাইন এর সময় কি কি বিষয় বিবেচনা করা হয়?
১০. মোশন কন্ট্রোলারের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বর্ণনা দাও?
১১. রোবট জয়েন্টের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করো?
১২. রোবটিক্স বলতে কি বুঝায়?
১৩. রোবট জয়েন্ট এর প্রকারভেদ লিখ?
১৪. কন্ট্রোলারের বৈশিষ্ট্য বর্ণনা কর?
১৫. হাইড্রোলিক ড্রাইভের গঠন প্রণালী লিখ?
১৬. নিউমেটিক একচুয়েটর এর সংক্ষিপ্ত বর্ণনা কর?
১৬. হাইড্রোলিক ও নিউমেটিক একচুয়েটর এর মধ্যে পার্থক্য লেখ?
১৭. চিত্রসহ গিয়ারেশিও সংক্ষিপ্ত বর্ণনা কর?
১৮. এন্ড এফেক্টরের ব্যবহার লেখ?
১৯. অপটিক্যাল প্রক্সিমিটি সেন্সরের বর্ণনা দাও?
২০. অপটিক্যাল ও আল্ট্রাসনিক প্রক্সিমিটি সেন্সরের কাজ লেখ?
২১. সেন্সর এর প্রধান চারটি বৈশিষ্ট্য লেখ?
২২. সেন্সরের প্রধান চারটি বৈশিষ্ট্য লেখ?
২৩. একটি রোবটের স্পেসিফিকেশনস লেখ?
২৪. রোবটের সুবিধা ও অসুবিধা সমূহ লেখ?
২৫. রোবটের বেসিক কম্পনেন্ট গুলোর নাম লেখ?
২৬. সেন্সরের বৈশিষ্ট্য লেখ?

রচনামূলক প্রশ্ন:

১. ক্লোজ লুক কন্ট্রোল সিস্টেম ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো?

২. কন্ট্রোল পদ্ধতি বলতে কি বোঝায় ?এটি কত প্রকার ও কি কি উদাহরণ দাও?
৩. নিউমেরিক্যাল কন্ট্রোল সিস্টেমের সচিত্র গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর?
৪. অনলাইন কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের সচিত্র বর্ণনা দাও?
৫. মোশন কন্ট্রোলারের কার্যপ্রণালী বর্ণনা কর?
৬. PID কন্ট্রোলারের ব্লকের গ্রাম অংকন করে বর্ণনা কর?
৭. ফুজি লজিক কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন ব্লকের কার্যপ্রণালী বর্ণনা কর?
৮. চিত্রসহ ২ ইনপুট বিশিষ্ট ফুজি লজিক কন্ট্রোলারের কার্যপ্রণালী বর্ণনা কর?
৮. রোবটের বিভিন্ন কম্পনেন্ট সমূহ বর্ণনা কর?
৯. ব্লক ডায়াগ্রামের সাহায্যে রোবট সিস্টেমের উপাদান গুলো বর্ণনা করো?
১০. একটি রোবট কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম সব বর্ণনা কর?
১১. হাইড্রোলিক ড্রাইভ এর মূলনীতি বর্ণনা কর?
১২. হাইড্রোলিক একচুয়েটর এর কার্যপ্রণালী বর্ণনা কর?
১৩. ব্লক চিত্রসহ নিউমেটিক সিস্টেমের মৌলিক উপাদানসমূহ বর্ণনা কর?
১৪. চিত্র সহ গিয়ার রেশিও সংক্ষেপে বর্ণনা কর?
১৫. টেকটাইল রড সেন্সরের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর?
১৬. রোবট কে পেরিফেরাস ডিভাইস হিসেবে রোবটের প্রয়োগ বর্ণনা কর?
১৭. সেল কন্ট্রোলার হিসেবে রোবটের প্রয়োগ বর্ণনা কর?
১৮. কম্পিউটার সিস্টেমের নিরাপত্তার অনিশ্চয়তা গুলো ও চিত্রসহ বর্ণনা কর?

Leave a Comment