Arduino fire Alarm project with flam sensor

আপনি কি একটা ফায়ার এলার্ম প্রজেক্ট করতে চান ? আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনি একটা ফায়ার এলার্ম প্রজেক্ট তৈরী করতে পারবেন ।এর কোডিং এবং সার্কিট ডায়াগ্রাম সহ বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো যাতে খুব সহজেই এটা তৈরি করতে পারেন ।চলুন দেখে নেই এটা তৈরী করতে আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে । নিচে কোম্পানিগুলোর নাম দেয়া হলো।।

1.Arduino Nano Board.

2.Flam sensor.

3.Buzzer.

4.DC Motor.

5.Bc 547 Transsister.

6.100 Ohm resistor.

7.Led.

8.Power supply.

উপরের এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনি খুব সহজেই এই প্রজেক্টটি সিম্পিল ভাবে তৈরি করতে পারবেন।এই কম্পোনেন্টগুলো বাজার থেকে সংগ্রহ করার পর কিভাবে সংযোগ করবেন তা নিচে দেখানো হলো।অর্থাৎ এ প্রজেক্টর সার্কিট ডায়াগ্রাম টা আপনাকে দেখিয়ে দেয়া হলো।

Arduino fire Alarm project
Arduino fire Alarm project

উপরের চিত্র অনুযায়ী আপনাকে কানেকশন করতে হবে  ।এরপর আপনাকে কোডিং আপলোড করতে হবে ।এ প্রজেক্টর কোডিং খুবই সহজ ।নীচে আমি কোডিং টা দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে নিয়ে এই প্রজেক্টে খুব সহজে করতে পারবেন।

const int buzzerPin = 9;
const int led = 8;
const int flamePin = A0;
int Flame = HIGH;

void setup()
{
pinMode(buzzerPin, OUTPUT);
pinMode(led, OUTPUT);
pinMode(flamePin, INPUT);
Serial.begin(9600);
}

void loop()
{
Flame = digitalRead(flamePin);
if (Flame== LOW)
{
Serial.println(“Fire!!!”);
digitalWrite(buzzerPin, HIGH);
delay(1000);
digitalWrite(led, HIGH);
delay(2000);
}
else
{
Serial.println(“No worries”);
digitalWrite(buzzerPin, LOW);
digitalWrite(led, LOW);
}
}

উপরের কোডিং টা নিয়ে আপনি প্রজেক্টে খুব সহজে করতে পারবেন ।আর সার্কিট ডায়াগ্রাম তো উপরে দেখিয়ে দিয়েছি ।আপনি চাইলেই প্রজেক্টের ভিডিও দেখে নিতে পারেন।

Leave a Comment