Advance Digital Electronics(66853)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১।ALU বলতে কি বুঝায়?

২। বাইনারি মাল্টি প্লায়ারের কাজ কি?

৩।D/A কনভার্টারের রেজুলেশন বলতে কি বুঝায়?

৪। ইউনিভার্সাল শিফট রেজিস্টার কাকে বলে ?

৫। বাইনারি কাউন্টার কি ?

৬। ডিকেড কাউন্টার কি?

৭।ফ্ল্যাশ মেমোরি কি?

৮।দুটি D/A কনভার্টার ও দুটি A/D কনভার্টার আইসি নাম লেখ?

৯। টাইমার কি ?

১০।P ROM কি ?

১১।কাউন্টার কাকে বলে?

১২।DRAM বলতে কি বুঝায়?

১৩।ওয়েটেড রেজিস্টার পদ্ধতির DAC এর অসুবিধা কি?

১৪।SISO, PISO রেজিস্টার এর চিত্র অঙ্কন কর ।

১৫। ফ্লাশ মেমোরি কি ?

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. শিফট রেজিস্টার এর ব্যবহার উল্লেখ কর?

২. রেজিস্টার এর শ্রেণীবিভাগ কর?
৩. একটি SIPO shift রেজিষ্টারের TTLIC এর মূলনীতি লিখ?
4. ইউনিভার্সেল shift রেজিস্টার বলতে কি বুঝায়?
৫. লেফট শিফট রেজিস্টার এর data শিফটিং পদ্ধতি লেখ?
৬. একটি সিরিয়াল ইন প্যারালাল আউটশিপ রেজিস্টার এর কার্যপ্রণালী চিত্রসহ লিখ?
৭.  সিনক্রোনাস ও এসিংক্রোনাস কাউন্টার এর মধ্যে পার্থক্য লিখ?
৮.Mod-10 কাউন্টারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন কর?
৯.Mod-10 কাউন্টারের logic ডায়াগ্রাম অঙ্কন কর?
১০. চিত্রসহ 4 bit ring counter এর কার্যপ্রণালী লিখ?
১১. কাউন্টারের প্রয়োগ ক্ষেত্রগুলো উল্লেখ কর?
১২. সিনক্রোনাস আপ ও ডাউন কাউন্টারের মাঝে পার্থক্য লেখ?
১৩. ডিভাইডেড বাই N কাউন্টার এর মূল নীতি দিতে লেখ?
১৪. পূর্ণ নাম লেখ:RAM,ROM,MROM,PROM,EPROM,EAROM,SIPO,LIPO.
১৫. ডায়নামিক র‍্যাম ও এস্টাটিক র‍্যাম এর মধ্যে পার্থক্য লিখ?
১৬. রামের রাইট অপারেশন বর্ণনা কর?
১৭.RAM ও ROM এর মধ্যে পার্থক্য লেখ?
১৮.EEPROM এর মূলনীতি লেখ?
১৯. একটি ALU চিপের ব্লক অঙ্কন করে পিনগুলো চিহ্নিত কর?
২০. ডিজিটাল কম্পারেটর এর মূলনীতি আলোচনা কর?
২১. কমপোরেটর এর কয়েকটি ব্যবহার লেখ?
২২. ওয়েটেড রেজিস্টার পদ্ধতির DAC এর অসুবিধা গুলো লেখ?
২৩.Sample ও Hold বর্তনীর কাজ সংক্ষেপে বর্ণনা কর?
২৪.A/D কনভার্টারের মূলনীতি লেখ?
২৫.3bit A/D কনভার্টার এর চিত্রসহ বর্ণনা কর?
২৬.A/D কনভার্টারের শ্রেণীবিভাগ উল্লেখ কর?
২৭.PAL ও PLA এর মধ্যে পার্থক্য কি?
২৮.PLD এর সুবিধা গুলো উল্লেখ কর?
২৯. কন্ট্রোলার সিকোয়েন্সারের কাজ কি?
৩০. মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কী বোঝায়?
৩১.SAP-1 এর ব্লক চিত্র অঙ্কন কর?
৩২.SAP-2 এর ব্লক চিত্র অঙ্কন কর?

রচনামূলক প্রশ্ন:

১।চিত্রসহ একটি MODE-10 কাউন্টারের কার্যনীতি বর্ণনা কর?

২।চিত্রসহ R-2R Ladder পদ্ধতির DAC কিভাবে কাজ করে বুঝিয়ে দাও?

৩। একটি ডুয়েল স্লোপ A/D কনভার্টার এর ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো?

৪। মেমোরির রিড, রাইট অপারেশন বর্ণনা কর ।

৫। রিং কাউন্টার এর ব্লক ডায়াগ্রাম সহ ট্রুথ টেবিল দেখাও?

৬।ডিজিটাল ঘড়ির ব্লক চিত্র অঙ্কন করে বর্ণনা কর ।

৭।74181 ALU এর পিন ডায়াগ্রাম অংকন করে বিভিন্ন পিন এর বর্ণনা দাও?

৮।SISO শিফট রেজিস্টার এর অপারেশন বর্ণনা করো?

৯।4 bit অ্যাসিনক্রোনাস কাউন্টার এর কার্যপ্রণালী বর্ণনা করো?

Leave a Comment