Advance Communication Engineering (66853)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১।ফাইবার স্লাইস কি?

২।সার্কুলেটর কি?

৩। অপটিক্যাল কাপলার কি?

৪।সার্কিট সুইচিং কাকে বলে?

৫।টাইম স্পেস সুইচ কি?

৬।ডিজিটাল সুইচিং কাকে বলে?

৭।গ্রহণযোগ্য কোণ কাকে বলে?

৮।ডিসপারশন কত প্রকার ও কি কি?

৯।স্পেস ডিভিশন সুইচিং কি?

১০।LASER এর পূর্ণ নাম লিখ?

১১। অপটিক্যাল ফাইবারের জন্য আলোক উৎস গুলোর নাম লিখ?

১২। স্যাটেলাইটের আপলিং ও ডাউনলোডিং ফ্রিকোয়েন্সি কত?

১৩।GPS কি?

১৪।অপটিক্যাল ফাইবার কি?

১৫।ফটো ডিটেক্টর কি?

 

সংক্ষিপ্ত প্রশ্ন:

১।ডিজিটাল ট্রান্সমিশনের অসুবিধা গুলো লিখ?

২।চিত্র সহ TST সুইচিং এর গঠন দেখাও?

৩।switching system এর শ্রেণীবিন্যাস কর?

৪।প্যাকেট সুইচিং এর সুবিধা গুলো লেখ?

৫।ডিজিটাল সুইচিং এর বৈশিষ্ট্যগুলো লিখ?

৬।ফাইবারের গ্রহণযোগ্য কোন এর গাণিতিক বিশ্লেষণ ব্যাখ্যা কর?

৭।স্যাটেলাইট এর ব্লক ডায়াগ্রাম অংকন করো?

৮।এনালগ টাইম ডিভিশন সুইচিং পদ্ধতির মূলনীতি লেখ?

৯।স্যাটেলাইট পাওয়ার সিস্টেমের কম্পনেন্ট গুলোর নাম লেখ?

১০।সুইচিং সিস্টেম এর শ্রেণীবিভাগ লিখ?

১১।XDSL এর মূলনীতি লেখ?

১২।অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য লিখ?

১৩।স্যাটেলাইটের ব্যবহারগুলো লেখ?

১৪।ফটো ডিটেক্টর এর বৈশিষ্ট্য গুলো লেখ?

১৫।মেসেজ সুইচিং এর সুবিধা গুলো লেখ?

 

রচনামূলক প্রশ্ন:

 অধ্যায় ভিত্তিক গুরুত্বপূণ প্রশ্নাবলী।(৬৬৮৫৩)

  1. Distributed SPC সুইচিং সিস্টেম বর্ণনা করো।
  2. ADSL সিস্টেমের টোপোলজি ও  ফ্রেম ফরমেট বর্ণনা করো।
  3. অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে লাইট ওয়েভ প্রপাগেশন ব্যাখ্যা করো।
  4. ফটো ডিটেক্টরের মূলনীতি ব্যাখ্যা করো।
  5. GSM এর আর্কিটেকচারের বর্ণনা করো।
  6. Transponder এর ব্লক ডায়াগ্রাম অংকনপূর্বক বর্ণনা করো।
  7. চিত্রসহ SONET নেটওয়ার্ক বর্ণনা করো।
  8. VSAT এর কার্যপদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও।
  9. LASER অপারেশনের বর্ণনা দাও।
  10. অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম এর ব্লক ডায়াগ্রাম অংকন করে বর্ণনা করো।
  11. ব্লক চিত্র অঙ্কন করে Handheld GPS রিসিভার এর ব্যাখ্যা দাও।
  12. একটি mobile communication পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও।
  13. একটি cellular telephone system এর চিত্রসহ বর্ণনা করো।
  14. একটি অপটিক্যাল ফাইবারের মৌলিক গঠন চিত্রসহ ব্যাখ্যা করো।
  15. চিত্রসহ নেটওয়ার্ক টপোলজিতে বিভিন্ন শ্রেণীবিভাগগুলোর বিস্তারিত বর্ণনা দাও।
  16. ব্লক ডায়াগ্রাম সহ স্যাটেলাইট আর্থ স্টেশন এর বর্ণনা দাও।
  17. একটি আধুনিক মোবাইল ফোনের ব্লক চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো।
  18. MODEM এর কাজ চিত্রসহ বর্ণনা করো।

Leave a Comment