এলডিআর ব্যবহার করে সিম্পিল সার্কিট।(What is LDR,LDR Useing system)

LDR( light dependent resistor)এলডিআর হলো মজার একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট।এটার কাজ জানলে আপনি অবাক হবেন।এই এলডিআর নিয়ে অনেক প্রজেক্ট করা যায় ।এজন্য এটি নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে এটি কিভাবে কাজ করে এবং কোন কনসেপ্টে এটা ব্যবহার করা হয় ।আজ আমরা জানবো এলডিআর সম্পর্কে …

LDR
LDR
  • LDR কি?
  • LDR এর কাজ কি?
  • LDR কিভাবে কাজ করে?
LDR( light dependent resistor)এলডিআর হলো একটা রেজিস্টর।যেটি আলোর তীব্রতা অনুযায়ী এর রেজিস্ট্যান্সের মান কম-বেশি করতে পারে।অর্থাৎ এই এলডিআর এর আশেপাশে আলো কম বেশির কারণে এর রেজিস্ট্যান্সের মান এর বিপুল পরিবর্তন হয়ে থাকে।এই রেজিস্ট্যান্সের কমবেশির কনসেপ্টকে কাজে লাগিয়ে এলডিআর বিভিন্ন প্রজেক্টে ইউজ করা হয়ে থাকে।আসুন জেনে নেয়া যাক এলডিআর দিয়ে কি কি পপুলার প্রজেক্ট সম্পন্ন করা যায় …।
https://youtu.be/KNEWYBPUJtg
  • Automatic Light ON/OFF Project.
  • Auto Street Light Project.
  • LDR Automatic Light Circuit.
  • LDR auto Night Light.
  • Motion ON/OFF switch.
  • Sound generator Project.
  • Laser Security Alarm.
  • Locked Security Alarm.
এখানে উল্লেখযোগ্য কিছু এলডিআর এর প্রজেক্ট এর নাম উল্লেখ করেছি কিন্তু এছাড়াও এলডিআর দিয়ে আরও অনেক প্রজেক্ট করা যায় মজার মজার প্রজেক্ট করা যায়.
  • LDR কিভাবে কাজ করে?
এলডিআর আলোর তীব্রতা অনুযায়ী রেজিস্ট্যান্সের মান কম-বেশি করতে পারে অর্থাৎ এনবিআরের ওপর যদি আলো ফেলা হয় তাহলে রেজিস্ট্যান্সের মান কম বেশি হয়.এলডিআর এর ওপর বেশি আলো ফেললে এর রেজিস্ট্যান্সের মান কমে যাবে আর যদি এলডিআর কে পুরো অন্ধকারে নেয়া হয় তাহলে এর রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে এই কনসেপ্ট কে কাজে লাগিয়ে এলডিআর দিয়ে অনেক প্রজেক্ট করা যায় অনেক মজার প্রজেক্ট করা যায় ।আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এলডিআর কিভাবে কাজ করে ।

Leave a Comment