Electrical

ইন্ডাস্ট্রিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিশিয়ান এর কাজ

আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন ।অনেকেই  Electrical Engineer হিসেবে আছেন ।আবার কেউ কেউ ইলেকট্রিশিয়ানের দায়িত্ব পালন করে থাকেন ।আবার কেউ কেউ ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার কথা ভাবছেন।কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে,আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/Electrical Engineer হন বা একজন ইলেকট্রিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে আপনাকে ইলেকট্রিক্যাল সম্পর্কে কিছু বেসিক কাজ ভালোভাবে জানতে হবে । তাহলে ইন্ডাস্ট্রিতে আপনি একটা ভালো পজিশনে থাকতে পারবেন ।এখন সেই কমন কাজগুলো কি কি আজকে আমি আপনাদের বলব ।আমার এই লেখা টি যারা ইলেকট্রিক্যাল  কাজ করেন শুধুমাত্র তাদের জন্য।

ইন্ডাস্ট্রিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর কাজ কি?

  • ইলেকট্রিক্যাল এর সকল কাজের দায়িত্বে থাকেন ।
  • ইলেকট্রিশিয়ানদের ট্রেনিং দেওয়া ।
  • সকল মেশিনের মেনটেনেন্স এর দায়িত্বে থাকা ।(ইলেকট্রিক্যাল কাজ)
  • ইলেকট্রিশিয়ানদের পরিচালনা করা ।
  • ইলেকট্রিশিয়ানদের কাজ বুঝিয়ে দেওয়া ।
  • ইন্ডাস্ট্রির লোড ক্যালকুলেশন হিসাব করা ।
  • ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক এর যত সব ড্রয়িং আছে সেগুলো আপনাকে নিজে হাতে করতে হবে।
  • সাব স্টেশন এর ড্রইং তৈরি করা ।
  • ইন্ডাস্ট্রিতে যদি ইলেকট্রিক্যাল এর উপর কোন অডিটর আসে  সেগুলোর দায়িত্বে থাকা ।

 

Electrical Engineering

 

অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল বেজে যত কাজ আছে সেগুলোর মূল দায়িত্বে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকেন ।তার অধীনস্থ ইলেকট্রিশিয়ানদের দ্বারা ঐ সকল ইলেকট্রিক্যাল কাজ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সম্পাদন করে থাকেন ।
ইন্ডাস্ট্রিতে একজন ইলেকট্রিশিয়ান এর কাজ কি?
  • ইলেকট্রিশিয়ানএর উপরে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকেন তার নির্দেশ মেনে চলা ।
  • ইলেকট্রিক সকল কাজ নিজে হাতে করা ।
  • সকল ইলেকট্রিক ওয়ারিং এর কাজে নিয়োজিত থাকা ।
  • সকল  মেশিনের ইলেকট্রিক কাজে নিয়োজিত থাকা ।
  • সাব স্টেশন এর দায়িত্বে থাকা ।
  • জেনারেটরের দায়িত্বে থাকা ।
  • মোটর ওয়াইন্ডিং এর দায়িত্বে থাকা ।
  • Circuit Breaker সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
  • মাল্টিমিটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
  • ইলেকট্রিক্যাল এর বিভিন্ন মেজারিং ইন্সট্রুমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
  • ইলেকট্রিক্যাল এর বিভিন্ন টুলস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।
  • সেফটি সম্পর্কে অবগত হতে হবে ।
কেউ যদি ইলেকট্রিশিয়ান হিসেবে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে এই বেসিক ইলেকট্রিক কাজ গুলো অবশ্যই তাকে জানতে হবে ।অর্থাৎ উপরে উল্লেখিত কাজগুলো তাকে অবশ্যই জানতে হবে ।তাহলে সে একজন ইলেকট্রিশিয়ান এর দায়িত্ব পাবে ।এই কাজগুলো ছাড়াও একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের আরো কিছু কিছু কাজের দক্ষতা অবশ্যই লাগবে ।এখন আমি সেই কাজগুলো সম্পর্কে বলবো ।
ইন্ডাস্ট্রিতে মেশিন কন্ট্রোলিং এর জন্য ইলেকট্রিক্যালের অনেক ডিভাইস রয়েছে।সেসকল ডিভাইস সম্পর্কে যদি আপনার ভাল জ্ঞান থাকে তাহলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/Electrical Engineer হিসেবে আপনি ইন্ডাস্ট্রিতে ভালো পজিশন ক্যারি করতে পারবেন আর আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে এই কাজগুলো আপনাকে আরো ভালোভাবে জানতে হবে এবং ইলেকট্রিশিয়ানদের ট্রেনিং আপনাকে দিতে হবে ।এখন কাজ গুলো কি কি সেগুলো একটু জেনে নি ।
  • PLC এর কাজ ভালোভাবে জানতে হবে ।
  • Single phase and 3 phase মটর ওয়ারিং ভালোভাবে জানতে হবে ।
  • ডল স্টাটার কন্ট্রোল সার্কিট নিজে হাতে করতে হবে ।
  • ATS Control Circuit নিজে হাতে করতে হবে ।
  • ওভারলোড রিলে কিভাবে কাজ করে জানতে হবে ।
  • ম্যাগনেটিক রিলে কিভাবে কাজ করে জানতে হবে ।
  • Three phase protector circuit নিজে হাতে করতে হবে ।
  • star delta starter control circuit  নিজে হাতে করতে হবে ।
  • Motor forward and reverse control circuit নিজে হাতে করতে হবে ।
  • On delay and OFF delay Timer এর কাজ ভালোভাবে জানতে হবে ।
  • মোটর কন্ট্রোলিং এর জন্য VFD এর কাজ ভালোভাবে জানতে হবে ।

Friendtechbd Desk

View Comments

Recent Posts

A street hawker paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A street hawker paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

7 months ago

Water pollution paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

Water pollution paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10, SSC,…

7 months ago

Our national flag paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

Our national flag paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

7 months ago

A mobile phone paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A mobile phone paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

7 months ago

A tea stall paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

A tea stall paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12, 8-10,…

7 months ago

International Mother Language Day paragraph 8-10, SSC, HSC and all students 100-500 words

International Mother Language Day paragraph for Class 6, 7, 8, 9, 10, 11 and 12,…

7 months ago